For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভ পন্থের অনবদ্য ব্যাটিংয়ে এজবাস্টনে একাধিক নজির, উচ্ছ্বসিত সৌরভ ভারতকে দিলেন টার্গেট

Google Oneindia Bengali News

৯৮ রানে পড়ে গিয়েছিল ভারতের পাঁচ উইকেট। সেখান থেকে এজবাস্টন টেস্টে ভারত প্রথম দিনের শেষে পৌঁছে গেল ৭ উইকেটে ৩৩৮ রানে। বৃষ্টির কারণে পুরো ৯০ ওভার খেলা হয়নি, হয়েছে ৭৩ ওভার। ১৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে ঋষভ পন্থ করেন ১১১ বলে ১৪৬ রান। রবীন্দ্র জাদেজার শতরান পেতে প্রয়োজন ১৭ রান। তিনি ১০টি চারের সাহায্যে ১৬৩ বলে ৮৩ রানে অপরাজিত রয়েছেন।

উচ্ছ্বসিত মহারাজ

ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা ষষ্ঠ উইকেট জুটিতে ২৩৯ বলে ২২২ রান যোগ করেছেন। এই জুটিই ভারতকে ম্যাচে ফিরিয়েছে। চাপের মুখে যে ব্যাটিং তাঁরা উপহার দিয়েছেন তাতে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি টুইটে এই দুই ক্রিকেটারের প্রশংসা করে লিখেছেন, চাপের মুখে টেস্ট ম্যাচে ব্যাটিংয়ের বিশেষ প্রদর্শনী উপহার দিয়েছেন পন্থ ও জাদেজা। এর চেয়ে ভালো কিছুই হতে পারে না। আজ টেস্টের দ্বিতীয় দিনে ভারত ৩৭৫ রানে পৌঁছে গেলে তা যথেষ্ট হবে বলে মনে করছেন সৌরভ।

অনবদ্য পন্থ-জাদেজা

অনবদ্য পন্থ-জাদেজা

এজবাস্টনে উইকেটকিপার হিসেবে টেস্টে ব্যক্তিগত সর্বাধিক রানের নিরিখে অল্পের জন্য অ্যাডাম গিলক্রিস্টকে টপকাতে না পারলেও ঋষভ পন্থকে ইতিমধ্যেই গিলির সঙ্গে তুলনা শুরু হয়েছে। ১০০ রানের কমে পাঁচ উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেট জুটিতে পন্থ ও জাদেজা যে ২২২ রানের পার্টনারশিপ গড়েছেন, তা ভারতীয় দলের নিরিখে যুগ্ম-সেরা। এর আগে ১৯৯৬ সালে কেপটাউনে সচিন তেন্ডুলকর ও মহম্মদ আজহারউদ্দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২২ রানের পার্টনারশিপই গড়েছিলেন। সেবার ভারতের পাঁচ উইকেট পড়েছিল ৫৮ রানের মাথায়। ষষ্ঠ বা তার পরবর্তী কোনও উইকেটের নিরিখে পন্থ ও জাদেজা টেস্টে দ্বিশতরানের পার্টনারশিপ গড়লেন এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে ২০১৯ সালের সিডনি টেস্টে তাঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সপ্তম উইকেট জুটিতে যোগ করেছিলেন ২০৪ রান।

পন্থের কীর্তি

পন্থের কীর্তি

ঋষভ পন্থের টেস্ট শতরানের পাঁচটির মধ্যে চারটি শতরানই এশিয়ার বাইরে। ২৫ বছর পূর্ণ করার আগে এশিয়ার বাইরে সবচেয়ে বেশি সাতটি টেস্ট শতরান রয়েছে সচিন তেন্ডুলকরের। সুনীল গাভাসকরের রয়েছে পাঁচটি শতরান। পন্থ এজবাস্টনে শতরান পেয়েছেন ৮৯ বলে। ইংল্যান্ডের মাটিতে টেস্টে শতরানকারী ভারতীয়দের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম। ১৯৯০ সালে লর্ডসে আজহারউদ্দিন শতরান করেছিলেন ৮৭ বলে। পন্থের স্ট্রাইক রেট (১৩১.৫৩) টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। আজহার ১৯৯৬ সালে ইডেন টেস্টে ৭৭ বলে ১০৯ রান করেছিলেন, স্ট্রাইক রেট ছিল ১৪১.৫৫।

ধোনিকে টপকে

ধোনিকে টপকে

টেস্টে ভারতীয় উইকেটকিপার হিসেবে দ্রুততম শতরান করার নিরিখে গতকাল মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিয়েছেন পন্থ। ধোনি ২০০৬ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্ট শতরান পেয়েছিলেন ৯৩ বলে। পন্থ গতকাল নেন ৮৯ বল। ধোনির টেস্টে ছয়টি শতরান রয়েছে। পন্থের শতরানের সংখ্যা দাঁড়াল পাঁচে। পন্থ গতকাল পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। এই পজিশনে সাতটি ইনিংস খেলে তাঁর মোট রান ৫২৫, একটি শতরান ও চারটি অর্ধশতরান রয়েছে। স্ট্রাইক রেট ৯৮.৬৮। ব্যাটিং গড় ৮৭.৫।

ঝোড়ো ইনিংস

ঝোড়ো ইনিংস

জ্যাক লিচের বিরুদ্ধে টেস্টে পন্থের স্ট্রাইক রেট ১৬১.৫৩। মোট ৯১টি বল খেলে তিনি লিচের বিরুদ্ধে ১৪৭ রান করেছেন। বাঁহাতি স্পিনার মাত্র একবারই পন্থকে আউট করেছেন টেস্টে। ২০০২ সালের পর থেকে ধরলে কোনও বোলারের বিরুদ্ধে একশোর বেশি টেস্ট রান করার কীর্তি আর রয়েছে মাত্র একজন ব্যাটারের। ইরফান পাঠানের বিরুদ্ধে পাকিস্তানের শাহিদ আফ্রিদি ৮৪ বলে ১৪৭ রান করেছেন, স্ট্রাইক রেট ১৭৫।

English summary
Sourav Ganguly Hails India's Special Exhibition Of Test Match Batting Under Pressure By Rishabh Pant And Ravindra Jadeja. BCCI President Feels 375 Will Be Enough Runs In The First Innings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X