For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়ার্নারের ছক্কায় প্রশ্নে ক্রিকেটীয় স্পিরিট! ওয়ার্ন-পন্টিংদের সমালোচনায় সরব গম্ভীর, পাশে অশ্বিন

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে ফের প্রশ্নের মুখে ক্রিকেটীয় স্পিরিট। এই বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। মহম্মদ হাফিজের হাত ফস্কানো নো বলে ছক্কা হাঁকান ডেভিড ওয়ার্নার। আর সেই শট নিয়েই শুরু হয়েছে চাপানউতোর। শেন ওয়ার্ন, রিকি পন্টিংদের এ বিষয়ে নীরবতা দেখে তুলোধনা করেছেন গম্ভীর। সঙ্গে টেনে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনকেও।

 ওয়ার্ন-পন্টিংদের সমালোচনায় সরব গম্ভীর, পাশে অশ্বিন

(ছবি- গৌতম গম্ভীরের টুইটার)

ঘটনা পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ইনিংসের অষ্টম ওভারে। বাবর আজম বল করতে ডাকেন অভিজ্ঞ মহম্মদ হাফিজকে। প্রথম বলেই বিপত্তি। বলটি দুবার ড্রপ পড়তেই তাতে বিশাল ছক্কা হাঁকান ডেভিড ওয়ার্নার। ধারাভাষ্য দিতে গিয়ে সুনীল গাভাসকর বলেন, এমন ঘটনা আগে দেখিনি। ক্রিকেটের নিয়ম অনুযায়ীই বলটি নো বল হয়। তবে এটাও সকলেই নিশ্চিত বলটি কোনওভাবে হাফিজের হাত থেকে ফস্কে গিয়েছিল। নো বল হওয়ায় পরের বলটি ছিল ফ্রি হিট, সেটিতে ২ রান নেন ওয়ার্নার। এক বলে ৯ রান হওয়ার পরও ওই ওভারে একটি ওয়াইড-সহ মোট ১৩ রান দেন হাফিজ, দুটি ডট বলও ছিল। ওয়ার্নারের মারা এই শটটি নিয়েই অজিদের ক্রিকেটীয় স্পিরিটের কথা মনে করিয়েছেন গৌতম গম্ভীর।

ক্রিকেটের নিয়মে রয়েছে এমন বল নো বল হয়, তাতে রানও পেতে পারে প্রতিপক্ষ দল। ঠিক যেমনই রয়েছে মাঁকড়ীয় আউট বা ম্যানকাডিংয়ের নিদান। চলতি আইপিএলে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে কলকাতা নাইট রাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যানের তর্ক হোক বা ২০১৯ সালের আইপিএলে মাঁকড়ীয় আউটের ঘটনা, দুবারই অশ্বিনের সমালোচনায় সরব হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তনরা। এই দুটি ঘটনাতেই উঠে এসেছিল ক্রিকেটীয় স্পিরিটের বিষয়টি। অশ্বিন জস বাটলারকে মাঁকড়ীয় আউট করেছিলেন। আর এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচে নন-স্ট্রাইকারের গায়ে ফিল্ডারের থ্রো এসে লাগার পর এক রান নেওয়ার প্রেক্ষিতে অশ্বিন আউট হতেই তর্কাতর্কিতে জড়ান মর্গ্যান। সেই ঘটনায় অশ্বিনকে বিঁধেই ওয়ার্ন বলেছিলেন, এটা খুবই অবমাননাকর ঘটনা!

ওয়ার্নারের ছক্কার ছবি পোস্ট করে গম্ভীর টুইটে লেখেন, ক্রিকেটের স্পিরিটের নিরিখে এটি খুবই খারাপ ও লজ্জাজনক ঘটনা। এ প্রসঙ্গে অশ্বিনকে ট্যাগ করে তাঁর প্রতিক্রিয়া জানতে চেয়ে বিদ্রুপাত্মক পোস্ট করেন গৌতি।

সেই পোস্টের একজন সমালোচনা করলে তাঁকে পাল্টা অশ্বিন লেখেন, গম্ভীর বোঝাতে চেয়েছেন যদি এটা ঠিক তবে অপর ঘটনাগুলিও ঠিক, যদি এটি ভুল হয়, তাহলে বাকিগুলিও ভুল। স্টার স্পোর্টসের একটি শো-য় গম্ভীর আরও বলেন, শেন ওয়ার্ন সব বিষয়ে টুইট, কমেন্ট করে থাকেন। এমনকী ক্রিকেটের স্পিরিট নিয়ে পন্টিংও লম্বাচওড়া ভাষণ দেন। কিন্তু ওয়ার্নারের বিষয়টি নিয়ে তাঁরা কী বলবেন? যখন অশ্বিন মাঁকড়ীয় আউট করেন, তাঁরা সমালোচনা করতে গিয়ে বড় বড় কথা বলেন। সেই শেন ওয়ার্নের ওয়ার্নারকে নিয়ে কী মত? অপরের সমালোচনা করা খুব সহজ, কিন্তু নিজেদের ক্রিকেটারদের সমালোচনা করা কঠিন।

English summary
Gautam Gambhir Criticised David Warner's Six Off A Delivery Of Mohammad Hafeez As Pathetic Display Of Spirit Of The Game. Gambhir Also Wondered Why The Likes Of Shane Warne, Ricky Ponting Haven't Spoken On This Issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X