For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যর 'ম্যায় হু না' থেকে রোহিতের ফিনিশিং টাচ, আইপিএল ২০২০-তে মুম্বইয়ের জয়যাত্রা

সূর্যর 'ম্যায় হু না' থেকে রোহিতের ফিনিশিং টাচ, আইপিএল ২০২০-তে মুম্বইয়ের জয়যাত্রা

  • |
Google Oneindia Bengali News

পঞ্চম বারের জন্য আইপিএল খেতাব জেতা মুম্বই ইন্ডিয়ান্স, বর্তমানে বিশ্বের সবচেয়ে সফল টি-টোয়েন্টি দল। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের আরও একবার সেরা প্রমাণ করা রোহিত শর্মা শিবিরের সঙ্গে বেশকিছু উল্লেখযোগ্য ঘটনা। যেগুলি না ঘটলে হয়তো এবারের আইপিএল খেতাব জেতা হতো না মুম্বই ইন্ডিয়ান্সের। সেগুলি দেখে নেওয়া যাক।

রোহিত শর্মার ফিনিশিং টাচ

রোহিত শর্মার ফিনিশিং টাচ

আইপিএল ২০২০-তে ১২ ম্যাচে খেলে ৩৩২ রান করেছেন রোহিত শর্মা। গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি হিটম্যান। তার ওপর চোট পেয়ে চার ম্যাচে মাঠের বাইরে বসে থাকতে হয় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে। বাইশ গজে ফিরে আসার পর প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৪ ও ০ করে সাজঘরে ফিরতে হয়েছিল রোহিতকে। শুরু হয়েছিল সমালোচনা। নিন্দুকদের থামিয়ে ফাইনালে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলে হিটম্যান বুঝিয়ে দেন যে তিনি যথার্থই ক্রাইসিস ম্যানেজার।

বসের নাম বুমরাহ

বসের নাম বুমরাহ

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর ফাইনালে উইকেট না পেয়েও টুর্নামেন্টে নিজেকে বস বলে প্রমাণ করেন জসপ্রীত বুমরাহ। মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চম খেতাব জয়ের পিছনে বুম বুমের ২৭ উইকেট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আইপিএলের এক মরশুমে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট সংগ্রাহক হয়েছেন বুমরাহ।

ম্যায় হু না

ম্যায় হু না

মিস্টার কনসিস্টেন্ট সূর্যকুমার যাদব আইপিএল ২০২০-তে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৬ ম্যাচ খেলে ৪৮০ রান করেছেন। চারটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে জায়গা না পাওয়ার একদিন পর টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪৩ বলে ৭৯ রানের জয়সূচক ও অপরাজিত ইনিংস খেলে বুকে হাত দিয়ে বুঝিয়েছিলেন 'ম্যায় হু না'।

রোহিত শর্মার কামব্যাক

রোহিত শর্মার কামব্যাক

হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোট পাওয়ার জেরে আইপিএল ২০২০-তে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি রোহিত শর্মা। পরিবর্তে দক্ষতার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন কাইরন পোলার্ড। যদিও প্লে-অফ শুরুর ঠিক আগে চোট সারিয়ে ফিরে আসেন হিটম্যান। তাতে মুম্বই ইন্ডিয়ান্সের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।

সিএসকে-র বিরুদ্ধে মধুর বদলা

সিএসকে-র বিরুদ্ধে মধুর বদলা

আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে আর্চ রাইভাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ হেরেছিলেন রোহিত শর্মারা। ফিরতি লিগের ম্যাচে এমএস ধোনি শিবিরকে ১০ উইকেটে হারিয়ে মধুর বদলা নিয়েছিল মুম্বই।

English summary
From Suryakumar Yadav's heroic to Rohit Sharma's finishing touch, journey of Mumbai Indians in IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X