• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ইংল্যান্ড সফর থেকে টি-২০ বিশ্বকাপ, একনজরে ২০২১ সালে ভারতের ক্রিকেটসূচি

  • |

২০২১ সালে ব্যস্ত ক্রিকেটসূচি ভারতের। বছর শুরুতেই ৭ জানুয়ারি থেকে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। সিডনিতে তৃতীয় মহারণের পর ব্রিসবেনে ১৫ জানুয়ারি থেকে চতুর্থ ম্যাচ রয়েছে। এরপর বছর জুড়ে ভারতের ক্রিকেট সূচিতে প্রতিপক্ষ কারা জেনে নেওয়া যাক।

ইংল্যান্ডের ভারত সফর

ইংল্যান্ডের ভারত সফর

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলে ফিরে এপ্রিল থেকে মে পর্যন্ত ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। ইংল্যান্ডের এই ভারত সফরে ভারত ৪ টেস্ট, ৩টি ওডিআই ও ৫টি টি-২০ খেলবে।

আইপিএল ২০২১

আইপিএল ২০২১

ইংল্যান্ডের বিরুদ্ধে এই ক্রিকেট সিরিজের পরই আইপিএলে ঢাকে কাঠি পড়বে। এপ্রিল থেকে মে পর্যন্ত হবে আইপিএল ২০২১ মহারণ। নতুন বছরে ভারতেই হতে পারে আইপিএল ১৪।

ভারতের শ্রীলঙ্কা সফর ও এশিয়া কাপ

ভারতের শ্রীলঙ্কা সফর ও এশিয়া কাপ

নতুন বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্ক সফরে যাবে ভারত। সেখানে গিয়ে ৩টি ওডিআই ও ৫টি টি২০ খেলবে ভারত। এরপর শ্রীলঙ্কার মাটিতে ভারত এশিয়া কাপে অংশ নেবে।

জিম্বাবোয়ে সফর

জিম্বাবোয়ে সফর

এরপর জুলাইয়ে ভারতের জিম্বাবোয়ে সফর হতে পারে। এই সফর ২০২০ সালে হওয়ার কথা ছিল। কোভিড সংকটে ২০২০তে ক্রিকেট দুনিয়ায় একাধিক সিরিজ স্থাগিত হয়।

ভারতের ইংল্যান্ড সফর

ভারতের ইংল্যান্ড সফর

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার পর অগাস্ট থেকে সেপ্টেম্বরে রুটের দেশে গিয়ে ভারত ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ২০২১ সালে ক্রিকেট সূচিতে এটি ভারতের অন্যতম কঠিন চ্যালেঞ্জ।

দক্ষিণ আফ্রিকার ভারত সফর

দক্ষিণ আফ্রিকার ভারত সফর

অক্টোবরে এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ আয়োজন করতে পারে ভারত। ২০২০ সালে অতিমারির বছরে প্রোটিয়ারা ভারত সফরে এলেও ওডিআই সিরিজ স্থগিত হয়েছিল।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২১

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২১

এরপর ২০২১ সালে ভারতের মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর বসবে। দিনক্ষণ এখনও যদিও চূড়ান্ত হয়নি। করোনা পরিস্থিতির জন্যে দিন ঘোষণা স্থগিত রয়েছে।

নিউজিল্যান্ডের ভারত সফর

নিউজিল্যান্ডের ভারত সফর

এরপর নভেম্বর থেকে ডিসেম্বরে মধ্যে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ও ৩টি টি২০ খেলবে ভারতীয় দল।

ডিসম্বরে দক্ষিণ আফ্রিকা সফর

ডিসম্বরে দক্ষিণ আফ্রিকা সফর

বছর শেষে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ভারত ৩টি টি-২০ ও ৩টি টেস্ট খেলবে। সব মিলিয়ে ২০২১ সালে এবছর ভারতের একাধিক বিদেশসূচি রয়েছে। বছর ভর ভারতীয় দলের এই ক্রিকেট সূচি ক্রিকেট ফ্যানেদের টিভির সামনে ব্যস্ত রাখতে চলেছে।

কলকাতাঃ গরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর হানা কলকাতার প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে

২০২১ তে মিশন টি ২০! নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেই রুদ্রমূর্তিতে স্লেজিং করলেন শ্রীসন্থ, ভাইরাল ভিডিও

English summary
From England tour to T20 World Cup, Team India's complete schedule for year 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X