For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৈয়দ মুস্তাক আলি টি ২০ খেলতে গেল বাংলা, মুম্বইয়ের চার ক্রিকেটার করোনার কবলে

  • |
Google Oneindia Bengali News

সৈয়দ মুস্তাক আলি টি ২০ ট্রফির ম্যাচ খেলতে আজ গুয়াহাটি গেল বাংলা দল। আজই গুয়াহাটি পৌঁছেছে মুম্বইও। যদিও মুম্বইকে যেতে হচ্ছে চার ক্রিকেটারকে ছাড়াই। অজিঙ্ক রাহানে মুম্বইকে নেতৃত্ব দেবেন বিসিসিআইয়ের এই ঘরোয়া টি ২০ টুর্নামেন্টে। তাতে নামার আগেই ধাক্কা খেল মুম্বই। এই টুর্নামেন্টে মুম্বই রয়েছে বাংলারই গ্রুপে।

মুম্বইয়ের চার ক্রিকেটার করোনার কবলে

এই টুর্নামেন্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে মুম্বই। গুয়াহাটি রওনা হওয়ার আগে চার ক্রিকেটারের আরটি-পিসিআর রিপোর্ট পজিটিভ আসে। এই ক্রিকেটাররা হলেন সরফরাজ আহমেদ, শামস মুলানি, প্রশান্ত সোলাঙ্কি ও সাইরাজ পাটিল। তড়িঘড়ি তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাকি ক্রিকেটাররা বিমান ধরেন। জানা গিয়েছে, এই চার ক্রিকেটার সত্যিই করোনা আক্রান্ত কিনা সে বিষয়ে নিশ্চিত হতে ফের তাঁদের করোনা পরীক্ষা করাতে হবে। অনেক সময় ফলস রিপোর্ট আসে বলেই এই পদক্ষেপ। দ্বিতীয় পরীক্ষায় যদি কারও রিপোর্ট নেগেটিভ আসে তবে তাঁকে গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হতে পারে। এদিন দল গুয়াহাটি রওনা হওয়ার আগে বাধ্যতামূলকভাবে দলের সকলের আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়। গুয়াহাটিতে বায়ো বাবলে থেকে বিভিন্ন দল সৈয়দ মুস্তাক আলি টি ২০ খেলবে। ৪ নভেম্বর থেকে টুর্নামেন্ট শুরু। ফের চার ক্রিকেটারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে তাঁদের পরিবর্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করা হবে।

মুম্বইয়ের চার ক্রিকেটার করোনার কবলে

এদিকে, এদিন বাংলা দল গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয় কলকাতা থেকে। বাংলাকে নেতৃত্ব দেবেন সুদীপ চট্টোপাধ্যায়। সিএবির ঘরোয়া টুর্নামেন্টের পারফরম্যান্সকে প্রাধান্য দিয়েই টি ২০ দল ঘোষণা করা হয়। বাদ পড়েছেন গত মরশুমে বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। দলে রাখা হয়নি শ্রীবৎস গোস্বামীকেও। গুয়াহাটি যাওয়ার আগে কলকাতা ও কল্যাণীতে বাংলা হিমাচল প্রদেশের বিরুদ্ধে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এদিন বিমানবন্দরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ঋদ্ধিমান সাহা। বাংলা রয়েছে এলিট গ্রুপ বি-তে। ৪ নভেম্বর বাংলার প্রথম প্রতিপক্ষ ছত্তীসগঢ়। ৫ নভেম্বর বরোদা, ৬ নভেম্বর মুম্বই. ৮ নভেম্বর সার্ভিসেসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সুদীপদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলা খেলবে কর্নাটকের বিরুদ্ধে নভেম্বরের ৯ তারিখ।

সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে বাংলা দল- সুদীপ চট্টোপাধ্যায় (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ঈশ্বরন, অভিষেক দাস, কাইফ আহমেদ, ঋত্ত্বিক রায়চৌধুরী, রণজ্যোৎ সিং খৈরা, শাকির হাবিব গান্ধী, শুভঙ্কর বল, করণ লাল, শাহবাজ আহমেদ, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, প্রদীপ্ত প্রামাণিক, সুজিত কুমার যাদব, ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশ দীপ, অলোকপ্রতাপ সিং, মহম্মদ কাইফ, সায়ন ঘোষ।

English summary
Four Cricketers Of Mumbai Tested Covid-19 Positive Ahead Of Syed Mushtaq Ali T20 Trophy. Bengal Team Reached Guwahati To Take Part In This Tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X