For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচ গড়াপেটার দায়ে নির্বাসিত শ্রীলঙ্কার প্রাক্তন তারকা পেসার নুয়ান জয়সা

Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার ক্রিকেটে কালো দিন। ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে ফের শ্রীলঙ্কার এক তারকা ক্রিকেটার আইসিসি-র নির্বাসনের মুখে পড়লেন। ম্যাচ ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হওয়ায় প্রাক্তন সিমার তথা কোচ নুয়ান জয়সা ছয় বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হলেন।

ম্যাচ গড়াপেটার দায়ে নির্বাসিত নুয়ান জয়সা

(ছবি- আইসিসি)

ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত জয়সাকে অবশ্য ২০১৮ সালের ৩১ অক্টোবরই সাসপেন্ড করা হয়েছিল। আইসিসি-র ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল এক বিবৃতিতে বলেছেন, জাতীয় দলের কোচ হিসেবে যাঁর রোল মডেল হওয়ার কথা তিনিই দুর্নীতিতে জড়িয়ে অন্যদের প্রভাবিত করেছেন। ম্যাচ গড়াপেটার মতো অপরাধ কোনওভাবেই বরদাস্ত করা যায় না। শ্রীলঙ্কা এ দলের বোলিং কোচ থাকার সময়ই ২০১৭ সালে কলম্বোয় এক ভারতীয় বুকির সঙ্গে আলাপ হয় জয়সার। আইসিসি-র তথ্য অনুযায়ী ওই বুকিকে মিস্টার ডব্লিউ বলে উল্লেখ করা হয়েছে। সেই বুকির কাছ থেকেই ম্যাচ গড়াপেটার প্রস্তাব পান জয়সা। ওই ব্যক্তি ম্যাচ গড়াপেটা করেন জেনেও সেই তথ্য গোপন রেখেছিলেন জয়সা। কোচ হিসেবে ক্রিকেটারদের গড়াপেটায় প্রভাবিত করতে পারবেন বুঝেই জয়সাকে প্রস্তাব দেওয়া হয় বুকির তরফে।

ম্যাচ গড়াপেটার দায়ে নির্বাসিত নুয়ান জয়সা

আইসিসি-র তদন্তে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা গিয়েছে, জয়সা এক ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেন। বাংলাদেশ বা জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ওভারে ১২ থেকে ১৫ রান দেওয়ার পাশাপাশি ইচ্ছে করে আউট হওয়ার প্রস্তাব দেওয়া হয়। এই কাজ করলে ওই ক্রিকেটার প্রচুর অর্থ পাবেন বলেও আশ্বাস দেন জয়সা। যদিও সংশ্লিষ্ট ক্রিকেটার সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে নাকচ করে দেন। এরপরই দুর্নীতিদমন বিধি লঙ্ঘনের দায়ে ম্যাচ গড়াপেটার চেষ্টা করায় এবং বুকিদের সঙ্গে যোগাযোগ রাখলেও সেই তথ্য গোপন করায় দোষী সাব্যস্ত হন জয়সা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরশাহীতেও টি ১০ টুর্নামেন্টে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত। সেই শুনানি প্রক্রিয়া এখনও চলছে। শ্রীলঙ্কার হয়ে ৩০টি টেস্ট ও ৯৫টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন জয়সা।

আইসিসি-র দুর্নীতিদমন শাখার সঙ্গে অসহযোগিতার দায়ে সনৎ জয়সূর্য ২০১৯ সালে নির্বাসিত হয়েছিলেন। ২০১৬ সালে শ্রীলঙ্কার অফসিপ্নার জয়ানন্দ বর্ণবীরাও দুর্নীতিতে জড়িয়ে সাসপেন্ড হন। সম্প্রতি ম্যাচ গড়াপেটার দায়ে শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার দিলহারা লকুহেত্তিগেকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করে আইসিসি। এবার জয়সার মতো তারকা সিমারও নির্বাসিত হলেন।

English summary
Former Sri Lanka seamer and coach Nuwan Zoysa banned from all cricket for six years by ICC. He Was Being found guilty of trying to fix matches and failing to disclose corrupt approaches from a suspected Indian bookie.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X