For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ট্রিকের পর এবার গড়াপেটার দায়ে আট বছরের জন্য নির্বাসিত শ্রীলঙ্কার অলরাউন্ডার

Google Oneindia Bengali News

ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে পড়ে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক ও কোচ হিথ স্ট্রিক। এবার গড়াপেটার কালো ছায়া শ্রীলঙ্কা ক্রিকেটে। আট বছরের জন্যই নির্বাসিত হলেন শ্রীলঙ্কার জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার দিলহারা লকুহেত্তিগে। আইসিসি-র দুর্নীতিদমন সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়েই। জুলাইয়ে ৪১ পূর্ণ করবেন এই ক্রিকেটার। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তারপরেই জড়িয়ে পড়েন ক্রিকেটজীবনের কলঙ্কিত অধ্যায়ে।

আট বছরের জন্য নির্বাসিত শ্রীলঙ্কার অলরাউন্ডার

(ছবি- আইসিসি টুইটার)

ডানহাতি ফাস্ট বোলার ও লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান দিলহারা লকুহেত্তিগে শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলার সুযোগ পাননি। ২০০৫ সালে ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেকের পর ৯টি একদিনের ম্যাচ খেলে ৮৩ রান করেছেন, ৬টি উইকেট রয়েছে। শেষ ওয়ান ডে-ও খেলেছেন ভারতেরই বিরুদ্ধে। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ২০০৮ সালে দেশের হয়ে দুটি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ১৮ রান করেছেন, ২টি উইকেট পান।

ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে অভিযুক্ত হতেই তাঁকে ২০১৯ সালের ৩ এপ্রিল সাসপেন্ড করা হয়েছিল। সেই সময়কেই নির্বাসন শুরুর মেয়াদ ধরা হবে বলে জানিয়েছে আইসিসি। আইসিসি-র ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানান, শ্রীলঙ্কার জাতীয় দলে খেলা এই ক্রিকেটার ভালোরকমভাবেই জানেন কোন ক্ষেত্রে কী করলে আইসিসি-র দুর্নীতিদমন বিধি ভঙ্গ করা হয়। কিন্তু দুর্নীতিতে জড়িয়েও বারংবার তিনি দুর্নীতিরোধের প্রক্রিয়ায় অসহযোগিতা করে গিয়েছেন।

২০১৭ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে একটি টি ২০ টুর্নামেন্টে তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটায় জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। শ্রীলঙ্কার একটি দল সেই প্রতিযোগিতায় খেলতে গিয়েছিল। ওই টুর্নামেন্টে দিলহারা ম্যাচ গড়াপেটার মাধ্যমে ম্যাচের ফলকে প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগ। ম্যাচ গড়াপেটায় জড়িয়ে থাকার একাধিক অভিযোগের পাশাপাশি তিনি সব তথ্য দুর্নীতিদমন শাখার কাছে গোপন রেখেছিলেন তদন্ত শুরুর পরেও। আল জাজিরার একটি তথ্যচিত্রে তাঁর এই কীর্তি প্রথম জনসমক্ষে আসে। আল জাজিরার এক সাংবাদিক স্টিং অপারেশনে লকুহেত্তিগে ও শ্রীলঙ্কার অপর এক ক্রিকেটারকে বেটিংয়ের প্রস্তাব দিলে তাঁদের কথোপকথনে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। যদিও নুয়ান জয়সা তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। শ্রীলঙ্কার প্রাক্তন অফ স্পিনার ও গলের প্রাক্তন কিউরেটর দুর্নীতির দায়ে প্রথম আইসিসি-র শাস্তির মুখে পড়েন। এরপর সনথ জয়সূর্যও একই ধরনের অপরাধে দুই বছর ক্রিকেট থেকে নির্বাসিত হন। এবার সেই তালিকায় দিলহারার নাম যোগ হলো। এখন অবশ্য তিনি অস্ট্রেলিয়ায় থাকেন, শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে কোনও যোগ নেই।

English summary
Former Sri Lanka cricketer Dilhara Lokuhettige banned from all cricket for eight years. He Was found guilty of breaching the ICC Anti-Corruption Code.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X