For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় সুযোগ না পেয়ে হতাশ স্পস্ট ফিক্সিং-এ দুষ্ট প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার

দ্বিতীয় সুযোগ না পেয়ে হতাশ স্পস্ট ফিক্সিং-এ দুষ্ট প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

তিনিই প্রথম নন। তাঁর আগে একাধিক ক্রিকেটার স্পট ফিক্সিং-এ অভিযুক্ত হয়েছেন। তাঁর পরেও একই কাণ্ড ঘটিয়েছেন অনেকে। প্রত্যেকে দ্বিতীয় সুযোগ পেলেও তাঁকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মহম্মদ আসিফের।

২০১০-র স্পট ফিক্সিং

২০১০-র স্পট ফিক্সিং

ইংল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। লর্ডসে দুই দলের টেস্ট ম্যাচ চলার সময় পাকিস্তানি ফাস্ট বোলার মহম্মদ আসিফের বিরুদ্ধে স্পট ফিক্সিং-এর অভিযোগ উঠেছিল। অভিযোগ, বুকিদের কথামতো তিনি ইচ্ছাকৃতভাবে ওই ম্যাচে বেশ কয়েকটি নো বল করেছিলেন। দোষ প্রমাণ হওয়ায় আসিফকে সাত বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয়েছিল। শাস্তির কোপে পড়েছিলেন পাকিস্তানের ফাস্ট বোলার মহম্মদ আমির ও প্রাক্তন ওপেনার সলমন বাটও।

আসিফের কেরিয়ার

আসিফের কেরিয়ার

পাকিস্তানের হয়ে ২২টি টেস্ট, ৩৮টি ওয়ান ডে ও ১১টি টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ১০৫, ৪৬ ও ১৩টি উইকেট নেওয়া মহম্মদ আসিফ ২০১০-র স্পট ফিক্সিং-র পর আর জাতীয় দলে ফেরার সুযোগ পাননি। মহম্মদ আমির সুযোগ পেলেও পাকিস্তানের প্রাক্তন ওপেনার সলমন বাটও আর পাকিস্তান দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেননি।

ভুল করেছিলেন

ভুল করেছিলেন

পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মহম্মদ আসিফের কথায়, প্রত্যেকের মতে তিনিও ভুল করেছিলেন। তাঁর আগে এবং পরে যে যে ক্রিকেটার স্পট ফিক্সিং-এ জড়িয়ে পড়েছেন, তাঁদের দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে বলে দাবি মহম্মদ আসিফের। তিনি সেই সুযোগ না পেয়ে হতাশ বলেই জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার। বিশ্বের অন্যতম সেরা বোলার হওয়া সত্ত্বেও পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে বাঁচানোর চেষ্টা করেনি বলেও অভিযোগ করেছেন আসিফ।

দুনিয়া কাঁপিয়ে রেখে দিয়েছি

দুনিয়া কাঁপিয়ে রেখে দিয়েছি

কম সময়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেট খেলেও তিনি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন বলে দাবি করেছেন মহম্মদ আসিফ। অল্প সময়ে তিনি ক্রিকেট বিশ্বকে কতটা প্রভাবিত করেছিলেন, তা বোঝাতে গিয়ে কেভিন পিটারসেন, এবি ডিভিলিয়ার্স, হাশিম আমলার মতো লেজেন্ডদের, তাঁর প্রতি বর্তমান সময়ে দাঁড়িয়েও সমীহের কথা উল্লেখ করেছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার।

স্বার্থপর বোলার ছিলেন

স্বার্থপর বোলার ছিলেন

বোলার হিসেবে তিনি স্বার্থপর ছিলেন, কারণ তিনি নিজের জন্য উইকেট নিতে চাইতেন বলে স্বীকার করেছেন মহম্মদ আসিফ। তবে তাঁর কেরামতি দলের কাজেই লাগত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার। তরুণ প্রজন্মকেও একই বার্তা দিয়েছেন আসিফ।

করোনা নয়, এই কারণে ইতালিতে ফেরা হচ্ছে না রোনাল্ডোর!করোনা নয়, এই কারণে ইতালিতে ফেরা হচ্ছে না রোনাল্ডোর!

English summary
Former Pakistani fast bowler Mohammad Asif speaks about his spot fixing scandal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X