For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশ্বিনকে সর্বকালের সেরা বলায় রোহিতকে মারাত্মক খোঁচা প্রাক্তন পাক অধিনায়কের

অশ্বিনকে সর্বকালের সেরা বলায় রোহিতকে মারাত্মক খোঁচা প্রাক্তন পাক অধিনায়কের

Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার বিরুদ্ধে রবীন্দ্র জাডেজার পাশে বল হাতে উজ্জ্বল দেখিয়েছে রবিচন্দ্র অশ্বিনকে। জাডেডা ব্যাট হাতে অপরাজিত ১৭৫ এবং দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে শিরোনামে উঠে এলেও কিছুটা পিছনের সারিতে দাঁড়িয়ে থাকা অশ্বিন চুপচাপ নিজের কাজটা করে গিয়েছেন।

অশ্বিনকে সর্বকালের সেরা বলায় রোহিতকে মারাত্মক খোঁচা প্রাক্তন পাক অধিনায়কের

মোহালিতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৬১ রানের ইনিংস খেলার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে অশ্বিন শিকার করেছেন ছয় উইকেট। যার মধ্যে চারটি উইকেট তিনি পেয়েছেন দ্বিতীয় ইনিংসে। জাডেজার মতোই ভারতের এই জয়ের সরণি প্রসস্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বর্ষীয়ান স্পিনার। এই টেস্টে অশ্বিন টেস্ট ক্রিকেটে উইকেট সংখ্যার বিচারে ছাপিয়ে গিয়েছেন কপিল দেবকে। ভারতীয়দের মধ্যে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তাঁর আগে একমাত্র রয়েছেন অনিল কুম্বলে। এ ছাড়া বিশ্বে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারিদের তালিতকায় অশ্বিনের বর্তমান অবস্থান নবম স্থানে। দলের এই রকম প্রতিভাবান এবং গুরুত্বপূর্ণ সদস্যের প্রশংসা শোনা গিয়েছিল সদ্য ভারতীয় টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া রোহিত শর্মার মুখে।

ম্যাচের শেষে হিট ম্যান বলেছিলেন, "আমার নজরে সর্বকালের সেরা ও (রবিচন্দ্রন অশ্বিন)। দীর্ঘ দিন দেশের হয়ে খেলেছে ও এবং দেশের হয়ে পারফর্ম করেছে। বহু ম্যাচ জেতানো পারফরম্যান্স রয়েছে। তাই আমার কাছে সর্বকালের সেরা ও। মানুষের অন্য রকম দৃষ্টিভঙ্গি হতে পারে। কিন্তু আমি যে দিক থেকে দেখি সেখানে ওই আমার কাছে সর্বকালের সেরা।"

তবে, রোহিতের এই মন্তব্যের সঙ্গে একশো শতাংশ সহ মত হতে পারেননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। অশ্বিনকে মহান বোলার মেনে নিলেও রশিদ মনে করেন সর্ব কালের সেরার তালিকায় এখনও রাখার সময় আসেনি অশ্বিনকে কারণ বিদেশের মাটিতে তাঁর পারফরম্যান্স খুব একটা আহামরি কিছু নয়। একটি ইউটিউব চ্যানেলে পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, "নিঃসন্দেহে এক জন মহান বোলার অশ্বিন। নিজের বোলিংয়ে বিবিধতা নিয়ে এসেছে ও। ঘরোয়া পরিস্থিতিতে এসজি বলে যদি আপনি অশ্বিনের খেলা দেখেন তা হলে নিঃসন্দেহে ভারতের সেরা স্পিনার ও। কিন্তু বাইরের পরিস্থিতির কথা যদি বিচার করতে হয় তা হলে আমি কখনওই ওর (রোহিতের) কথার সঙ্গে সহমত হবো না। কুম্বলে দারুণ বোলার ছিল, ও দুর্দান্ত পারফর্ম করেছে, এমনকী জাডেজাও ভাল পারফর্ম করেছে, অতীতে বিশেন সিং বেদী মারাত্মক পারফর্ম করতেন।" রোহতিকে খোঁচা দিয়ে তিনি জানিয়েছেন, মুখ ফসকে অশ্বিনকে সর্ব কালের সেরা স্পিনার আখ্যা দিয়েছেন রোহিত। তাঁর কথায়, " শুধু যদি ভারতের ক্ষেত্রে হয় তা হলে ও অবশ্যই একজন সেরা বোলার। আমার মনে হয় মুখ ফসকে এমনটা বলে ফেলেছে ও। এক জন ক্রিকেটারকে মোটিভেট করা এটা একটা ধরণ।" ১২ মার্চ থেকে বেঙ্গালুরুতে শুরু হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট।

English summary
Former Pakistan Skipper Rashid Latif insulted Rohit Sharma for complementing Ravichandran Ashwin as all time great. In a youtube channel latif said Ashwin is great bowler indeed but his performance overseas doesn’t allow him to put in all time great cap. Rashid Latif also feels Rohit Sharma mistakenly complemented Ashwin as all time great.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X