For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীনেশদের ফিটনেসে জোর দিতে প্রাক্তন অলিম্পিয়ানকে নিয়োগ করল কেকেআর

দীনেশদের ফিটনেসে জোর দিতে প্রাক্তন অলিম্পিয়ানকে নিয়োগ করল কেকেআর

  • |
Google Oneindia Bengali News

গত বার বিশ্বকাপের আগে নিউজ়িল্যান্ড ক্রিকেট দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচের দায়িত্ব সামলেছেন, আটলান্টা (১৯৯৬) ও সিডনি (২০০০) অলিম্পিকে নিউজিল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এমনই এক স্প্রিন্টার এবার আসন্ন আইপিএলের জন্য দীনেশ কার্তিক, কুলদীপ যাদবদের ট্রেনিং করাচ্ছেন। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচ হিসেবে নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত হলেন অলিম্পিয়ান স্প্রিন্টার ক্রিস ডোনাল্ডসন।

অনলাইনেই ট্রেনিং শুরু

অনলাইনেই ট্রেনিং শুরু

আমিরশাহী পৌঁছে গিয়ে মাঠে ট্রেনিংয়ে নামতে এখনও বেশ কিছুদিন দেরি। দলের ক্রিকেটাররা এখন প্রত্যেকেই আইসোলেশনে রয়েছেন। সেই কারণে অনলাইনে দীনেশদের কোচিং করাতে শুরু করে দিয়েছেন ডোনাল্ডসন।

ব্রেন্ডন ম্যাকুলামের সুপারিশে দলে ডোনাল্ডসন

ব্রেন্ডন ম্যাকুলামের সুপারিশে দলে ডোনাল্ডসন

জানা গিয়েছে কেকেআর দলের কোচ ব্রেন্ডন ম্যাকুলাম চাইছিলেন ডোনাল্ডসন যাতে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দেন। তাঁর সুপারিশেই ক্রিস অনলাইনে ক্রিকেটারদের ট্রেনিং শুরু করে দিয়েছেন।

প্রথম ট্রেনিং ভিডিও

প্রথম ট্রেনিং ভিডিও

ক্রিসের প্রথম ট্রেনিংয়ের ভিডিয়োয় দেখা গিয়েছে ক্রিকেটারেরা রীতিমতো হাঁপিয়ে উঠছেন। প্রসিদ্ধ কৃষ্ণা মজা করে বলেছেন, 'কোচ ম্যাকুলামের মুখে শুনেছি উনি কড়া হেডস্যার। এবার আমাদের দিনগুলো কঠিন হতে চলেছে।'

কবে থেকে মাঠের ট্রেনিং শুরু

কবে থেকে মাঠের ট্রেনিং শুরু

অন্যান্য দলগুলির মতো ইতিমধ্যেই আইপিএলে অংশ নিতে আবু ধাবিতে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স৷ আপাতত ছয় দিন ক্রিকেটাররা হোটেলে আইসোলেশনে থাকবেন। এর মাঝে ক্রিকেটারদের তিনবার করোনা পরীক্ষা করা হবে। তিনবারের রিপোর্ট নেগেটিভ আসার পর মাঠে নেমে প্রস্তুতির অনুমতি পাওয়া যাবে।

English summary
Former Olympic sprinter Chris Donaldson joins KKR as strength and conditioning coach
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X