For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচ গড়াপেটার প্রস্তাব কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন খেলোয়াড়কে, পুলিশে দায়ের অভিযোগ

ম্যাচ গড়াপেটার প্রস্তাব কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন খেলোয়াড়কে, পুলিশে দায়ের অভিযোগ

Google Oneindia Bengali News

ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে বেঙ্গালুরুতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার রাজগোপাল সতীশ। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, পুলিশকে সতীশ জানিয়েছেন, ইনস্টাগ্রামে বানি আনন্দ নামের একটি অ্যাকাউন্ট থেকে তাঁর কাছে ম্যাচ ফিক্স করার জন্য ৪০ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসেরে এই রিপোর্টে জানানো হয়েছে, কোনও পয়সা সতীশ নেননি।

ম্যাচ গড়াপেটার প্রস্তাব কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন খেলোয়াড়কে, পুলিশে দায়ের অভিযোগ

পুলিশে দায়ের করা সতীশের অভিযোগের বয়ান হল, "৩ জানুয়ারি বানি আনন্দ নামে এক ব্যক্তি ইনস্টাগ্রামে সতীশের সঙ্গে যোগাযোগ করে ম্যাচ ফিক্স করার জন্য ৪০ লক্ষ অফার করে এবং এ-ও জানায় যে আরও দুই ক্রিকেটার এই অফারে রাজি হয়েছে।"

রঞ্জি ট্রফিতে তামিলনাডুর হয়ে খেলেছেন সতীশ। একটা সময়ে আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সদস্যও ছিলেন তিনি। বর্তমানে তামিলনাডু প্রিমিয়ার লিগ (টিএনপিএল)-এ খেলেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার। টিএনপিএল-এ চিপক সুপার গিলিসের হয়ে খেলেন তিনি। পুলিশের অনুমান তামিলনাডু প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্স করার জন্যই সতীশের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে গ্রেফতার করার জন্য একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ। পুলিশের অনুমান বেঙ্গালুরুতেই রয়েছেন ওই অভিযুক্ত। পুলিশের কাছে অভিযোগ জানানোর আগে এই পুরো ঘটনার কথা ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই-কেও জানিয়েছেন সতীশ।

২০১৬ আইএসএল-এর নিলামে তামিলনাডুলর এই ক্রিকেটারকে সই করায় কলকাতা নাইট রাইডার্স। ২০১৬ এবং ২০১৭ দুই মরসুম কেকেআর শিবিরে ছিলেন রাজাগোপাল সতীশ। কেকেআর ছাড়াও এই ব্যাটিং অলরাউন্ডার অতীতে মুম্বই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পঞ্জাব শিবিরেরও অংশ ছিলেন।

English summary
Former KKR cricketer Rajagopal Sataish is being offered rs 40 lack to fix a match. Satish, 40 year old cricketer already lodged a complaint against this in Bengaluru.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X