For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জি ক্রিকেটার বাবার অস্বাভাবিক মৃত্যুতে খুনের অভিযোগে গ্রেফতার অশ্বিন

রঞ্জি ক্রিকেটার বাবার অস্বাভাবিক মৃত্যুতে খুনের অভিযোগে গ্রেফতার অশ্বিন

  • |
Google Oneindia Bengali News

করোনা নিয়ে দেশের উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই অস্বাভাবিক মৃত্যু প্রাক্তন ক্রিকেটারের। কেরলের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার জয়ামোহন থাম্পির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছ়ড়িয়েছে।

বাড়িতে মৃত অবস্থায় দেহ উদ্ধার ক্রিকেটারের

বাড়িতে মৃত অবস্থায় দেহ উদ্ধার ক্রিকেটারের

পুলিশের সন্দেহ ৬৪ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটারকে খুন করা হয়েছে। সোমবার জয়ামোহনকে তিরুবনন্তপুরমে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।

কেন সন্দেহ

কেন সন্দেহ

জয়ামোহনের ছেলেকে বাড়িতেই মদ্যপ অবস্থায় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের জন্য জয়ামোহন থাম্পির ছেলে অশ্বিনকে পুলিশ আটক করে।

ছেলের বয়ানে অসংগতি

ছেলের বয়ানে অসংগতি

জয়ামোহন থাম্পির ছেলে অশ্বিনকে শুধু মদ্যপ অবস্থাতেই পাওয়া যায়নি, সেই সঙ্গে তাঁর বয়ানে অসংগতি রয়েছে। বাড়িতে মৃত বাবার মরদেহ রাখা থাকলেও কোনও দুর্গন্ধ বুঝতে না পারার দাবি করেছেন অশ্বিন।

গ্রেফতার ছেলে

গ্রেফতার ছেলে

পরে পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিজের বাবাকে খুন করেছে বলে জেরায় অশ্বিন শিকার করে নিয়েছে। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে।

পরিবারে আর কে রয়েছে

পরিবারে আর কে রয়েছে

জানা গিয়েছে সম্প্রতি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন জয়ামোহন। জয়ামোহনের স্ত্রী অনিতাদেবী দু'বছর আগেই মারা যান। এরপর থেকে ছেলে অশ্বিনের সঙ্গেই তিনি থাকতেন।

থাম্পির মৃত্যুতে শোকপ্রকাশ

থাম্পির মৃত্যুতে শোকপ্রকাশ

১৯৭৯ থেকে ১৯৮২ পর্যন্ত কেরলের হয়ে জয়ামোহনে থাম্ফি ৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। কেলর ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে থাম্পির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

অনেক সহ্য হয়েছে ! আর না! বর্ণবিদ্বেষের শিকারে ফ্লয়েড হত্যাকাণ্ড নিয়ে কেন রেগে আগুন ব্র্যাভোঅনেক সহ্য হয়েছে ! আর না! বর্ণবিদ্বেষের শিকারে ফ্লয়েড হত্যাকাণ্ড নিয়ে কেন রেগে আগুন ব্র্যাভো

English summary
Former Kerala cricketer Jayamohan Thampi dead, son Ashwin arrested for murder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X