For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনে রুটি-রুজিতে টান! পেট ভরাতে পাথর ভাঙছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক

করোনা লকডাউনে রুটি-রুজিতে টান! পেট ভরাতে পাথর ভাঙছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক

  • |
Google Oneindia Bengali News

করোনাগ্রাসে অনেকেই অনেক কিছু হারিয়েছেন। কেউ পরিবারের প্রিয়জনকে অকালে হারিয়েছেন, কেউ আবার অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য লকডাউন জারিতে রুটি-রুজি হারিয়েছেন। জীবনের কঠিন সময়ে সমাজ থেকে এমন অনেক গল্প উঠে আসছে। এবার ক্রিকেট থেকে লকডাউনে কাজ হারিয়ে পেটের টানে শ্রমিক হওয়ার মর্মান্তিক লড়়াইয়ের কাহিনি উঠে এল।

করোনা লকডাউনে রুটি-রুজিতে টান! পেট ভরাতে পাথর ভাঙছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক

রাজেন্দ্র সিং ধামি, ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট নিয়ে একটু চর্চা থাকলে এই নামের সঙ্গে পরিচয় থাকতে পারে। ভারতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন। দুহাতে ব্যাট-বল তুলে নেওয়ার বদলে এখন হাতুড়ি দিয়ে পাথর ভাঙার কাজ করে জীবন চালাচ্ছেন ধামি।

করোনায় দেশ দেখেছে দীর্ঘ লকডাউন। ২৫ মার্চ থেকে দেশে ৩১ মে পর্যন্ত লকডাউন পর্ব চলে। এরপর জুন ও জুলাইতে আনলক ওয়ান ও আনলক দুই পর্ব চলেছে। কঠিন এই সময়ে অনেকেই জীবিকা হারিয়েছেন, ফলে পেটের টানে অনেকেই বিকল্প পেশায় হাঁটছেন। একইভাবে করোনা কালে ক্রিকেট বন্ধ থাকায় বিকল্প জীবিকা বেছে নিয়েছেন ধামি। একসময়ের বাইশ গজে যে হাতে ব্যাট তুলতেন, সেই ক্রিকেটার এখন মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীন কর্মসংস্থান নিশ্চয়তার প্রকল্পে পাথর ভাঙার কাজ করেছেন।

আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক কবে, কোন কোন বিষয়ে আলোচনা?আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক কবে, কোন কোন বিষয়ে আলোচনা?

English summary
Former Indian wheelchair cricket team captain, works as a labourer amid Corona pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X