For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ক্রিকেটে শোকের ছায়া, ক্রিকেটের প্রথম গুরুকে হারালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বাংলা ক্রিকেটে শোকের ছায়া, ক্রিকেটের প্রথম গুরুকে হারালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

বাংলা ক্রিকেটে নক্ষত্রপতন! প্রয়াত সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম কোচ অশোক মুস্তাফি। বর্ষীয়ান এই কোচের হাতে ধরেই সৌরভের ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মেছিল। দুখীরাম ক্রিকেট কোচিং সেন্টারে যুক্ত থাকার সময় তাঁর হাত ধরেই সৌরভের ক্রিকেট পাঠ নেন। বয়সের ভারে দীর্ঘ রোগভোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতিতে বৃহস্পতিবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে সৌরভের কোচের বয়স হয়েছিল ৯৪ বছর।

বাংলা ক্রিকেটে শোকের ছায়া, ক্রিকেটের প্রথম গুরুকে হারালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

মাস দুয়েক আগে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন মুস্তাফি। ছাত্র সৌরভ বন্ধু মারফৎ খবর পেয়ে চিকিৎসার খরচ বহন করেছিলেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও আরও এক ছাত্র সঞ্জয় দাস, বাংলায় বর্ষীয়ান কোচের দেখভালের দায়িত্ব নেন। চিকিৎসায় সাড়া দেওয়ায় সুস্থ হয়ে ওঠেন মুস্তাফি। হাসপাতাল থেকে তাঁকে ছেড়েও দেওয়া হয়। সৌরভের ছোটবেলার কোচ সল্টলেকে বাড়িতে ফিরে আসেন।

বাড়ি ফেরার পর ফের বার্ধক্যজনিত কারণে, শারীরিক অবস্থার ফের অবনতি শুরু হয়। বৃহস্পতিবার শেষপর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন মুস্তাফি। পরিবার বলতে এক মেয়ে চাকরি সূত্রে ইংল্যান্ডে থাকেন। মেয়ে এলে মুস্তাফির শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর আগে বাংলায় প্রবীণ কোচের মরদেহ পিস হেভেন শায়িত রয়েছে।

আইপিএলের আগেই বিরাটদের প্রস্তুতি শিবির? কী জানাল বিসিসিআই?আইপিএলের আগেই বিরাটদের প্রস্তুতি শিবির? কী জানাল বিসিসিআই?

English summary
Former Indian Captain Sourav Ganguly's first cricket coach ashok mustafi passed away at 94 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X