For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় মহিলা দলের কোচের পদে থাকছেন না পাওয়ার, পেলেন বড় দায়িত্ব

ভারতীয় মহিলা দলের কোচের পদে থাকছেন না পাওয়ার, পেলেন বড় দায়িত্ব

Google Oneindia Bengali News

ভারতীয় মহিলা দলের প্রধান কোচের ভূমিকায় আর দেখা যাবে না রমেশ পাওয়ারকে। ভারতীয় মহিলা দলের 'প্রাক্তন প্রধান প্রশিক্ষক' জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন ভিভিএস লক্ষ্ণণের সঙ্গে। স্পিন বোলিং কোচ হিসেবে দেখা যাবে তাঁকে। হৃষিকেষ কনিতকর যিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলেন তিনি মহিলা দলের ব্যাটিং কোচের দায়িত্বে আসবেন।

ভারতীয় মহিলা দলের কোচের পদে থাকছেন না পাওয়ার, জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে যোগ দিচ্ছেন লক্ষ্ণণের সঙ্গে

৯ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল। সেখানে কান্তিকার ব্যাটিং কোচের ভূমিকায় থাকবেন। নতুন দায়িত্ব পেয়ে হৃষিকেশ বলেছেন, "সিনিয়র মহিলা দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হতে পারাটা গর্বের। আমি নিশ্চিত আগামী দিনের চ্যালেঞ্জের জন্য এই দল তৈরি। অভিজ্ঞ এবং তারুণ্যেক সংমিশ্রমণ রয়েছে দলে। বেশ কিছু মার্কি ইভেন্ট আসছে সামনে এবং দলের জন্য এবং এই দলের ব্যাটিং কোচ হিসেবে এক্সাইটিং হতে চলেছে আমার কাছে।"

জাতীয় মহিলা দল ছেড়ে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলা রমেশ পাওয়ার বলেছেন, "জাতীয় মহিলা দলের কোচ হিসেবে আমর অভিজ্ঞতা বেড়ে এবং আমি সমৃদ্ধ হয়েছি। বিগত বছরগুলিতে এই খেলার কিছু কিংবদন্তি এবং তরুণ প্রতিভাবানদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি আমি। এনসিএ-তে আমার অভিজ্ঞতাকে কাজে লাগিতে ভবিষ্যতের জন্য প্রতিভা তুলে আনার চেষ্টা করব। আমি ভিভিএস লক্ষ্ণণের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।"

২০২১ সালের মে মাসে দ্বিতীয় বারের জন্য ভারতীয় মহিলা দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন রমেশ পাওয়ার। দুই বছরের চুক্তি ছিল তাঁর সঙ্গে। পাওয়ারের কোচিং-এ কমনওয়েলথ গেমস ২০২২-এর ফাইনালে পৌঁছিয়েছিল ভারতীয় মহিলা দল।

বিশ্বকাপের নক আউটে প্রথম গোলের সন্ধানে রোনাল্ডো, দেশবাসীর আস্থা হারানো তারকার সামনে কঠিন লড়াই অপেক্ষা করছেবিশ্বকাপের নক আউটে প্রথম গোলের সন্ধানে রোনাল্ডো, দেশবাসীর আস্থা হারানো তারকার সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে

English summary
Former India cricketer Ramesh Power will no longer be the chief coach of India women's team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X