For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘পরবর্তী কপিল দেবের সন্ধান বন্ধ করা হোক’, কেন এমন বললেন গম্ভীর?

‘পরবর্তী কপিল দেবের সন্ধান বন্ধ করা হোক’, কেন এমন বললেন গম্ভীর?

Google Oneindia Bengali News

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় দলে একের পর এক বিশ্বমানের ব্যাটসম্যান বা বোলার উঠে এলেও কপিল দেবের পর সেই ভাবে উঠে আসতে পারেনি কোনও অলরাউন্ডার। মাঝে ইরফান পঠান, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর'দের খেলিয়ে দেখা হলেও কেউই কপিল দেবের ছেড়ে যাওয়া জুতোয় পা গলানোর যোগ্যতা সমপন্ন নন।

‘পরবর্তী কপিল দেবের সন্ধান বন্ধ করা হোক’, কেন এমন বললেন গম্ভীর?

তবে, এ বার পরবর্তী কপিল দেবের তল্লাশি বন্ধু করা উচিৎ বলেই মনে করছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় তারকা গৌতম গম্ভীর। তিনি জানিয়েছে, যা তৈরি করা যাবে না, তার পিছনে ছুটে লাভ নেই।

এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গৌতম বলেছেন, "সব সময়ে একটা বিষয়ে আমরা আফশোস করি, তা হল একটা কপিল দেবের মতো অলরাউন্ডার আর পেলাম না। এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। বাস্তবটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। যা তৈরি করতে পারব না, সেটা তৈরি করাই উচিৎ নয়। রঞ্জি ট্রফিতে ক্রিকেটার তৈরি করার দিকে মনযোগ দিতে হবে। একবার তারা তৈরি হয়ে গেলে সরাসরি জাতীয় দলে খেলবে। আমরা দেখেছি বিজয় শঙ্কর, শিভম দুবে আর এখন বেঙ্কটেশ আইয়ারের মতো অনেককে খেলিয়ে দেখা হয়েছে। দ্রুত পরিবর্তন করলে চলবে না।"

গম্ভীর সাওয়াল করেছেন রঞ্জি ট্রফিকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য। তিনি জানিয়েছেন, ক্রিকোরদের তৈরি করতে হয় ঘরোয়া ক্রিকেটে বা ইন্ডিয়া এ দলের স্তরে। কখনওই আন্তর্জাতিক পর্যায়ে কোনও ক্রিকেটারকে গ্রুমিং করা সম্ভব নয়। তাঁর কথায়, "আমি সব সময়ে মনে করি আন্তর্জাতিক ক্রিকেট হল এমন একটা জায়গা যেভানে পারফরম্যান্স করতে হয়, গ্রুমিং-এর কোনও জায়গা থাকে না। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা মানেই তৈরি থাকো মাঠে গিয়ে পারফর্ম করার জন্য। ঘরোয়া ক্রিকেট বা ইন্ডিয়া এ দলের মতো স্তরে একজন ক্রিকেটারকে গ্রুমিং করা যায়।"

২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন গৌতম গম্ভীর। ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন গম্ভীর। তাঁর নেতৃত্বে দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইসন্ন আইপিএল-এ নতুন দল লখনউ সুপার জায়েন্টস-এর মেন্টরের দায়িত্বে রয়েছে এই তারকা।

English summary
Gautam Gambhir said we should move on from finding another kapil dev because we should not try and create something which we cannot create. Gambhir said we have to accept this and move on.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X