For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওভালে বীণ বাজানো সেলিব্রেশন বিতর্কে বিরাট কোহলির পাশে মাইকেল ভন, বার্মি আর্মিকে জবাব

সেলিব্রেশন বিতর্কে বিরাট কোহলির পাশে দাঁড়ালেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।

  • |
Google Oneindia Bengali News

৫০ বছর পর ওভালে ফের টেস্ট ম্যাচ জিতে ইতিহাস রচনা করেছে ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে হে়ডিংলে টেস্টে পরাজয়ের মধুর বদলাও নেয় টিম ইন্ডিয়া। ব্যক্তিগত ঝাল মেটান বিরাট কোহলি নিজেও। লিডস টেস্টে আউট হওয়ার পর বার্মি আর্মির বিদায় সম্ভাষণ যে ভারত অধিনায়ক ভোলেননি, তা তিনি বুঝিয়ে দেন ওভালে টেস্ট জয়ের পর। বীণ বাজানো সেলিব্রেশনের মাধ্যমেই সমুচিত জবাব দেওয়ার চেষ্টা করেছেন বিরাট। তা নিয়ে বিতর্ক চরমে উঠতেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনকে পাশে পেলেন টিম ইন্ডিয়ার নেতা।

কী বললেন ভন

কী বললেন ভন

ওভালে সেলিব্রেশন বিতর্কে বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে বার্মি আর্মিকে একহাত নিয়েছেন মাইকেল ভন। ভারত অধিনায়ককে অসাধারণ নেতা বলে সম্বোধন করেছেন তিনি। ভনের কথায়, ক্রিকেট মাঠে বিরাটের মতো চরিত্র খুঁজে পাওয়া কঠিন। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের মতে, মাঠে প্রতিপক্ষ দলের ক্রিকেটার ও দর্শকদের সঙ্গে সমানতালে লড়াই করে যাওয়ার অনন্য ক্ষমতার অধিকারী বিরাট। ভারত অধিনায়ককে দেখে মাইকেল ভনের অলিম্পিকের লং জাম্প ইভেন্ট শেষে দর্শকদের সঙ্গে উচ্চাকাঙ্খী অ্যাথলিটের সংযোগরক্ষার প্রচেষ্টার কথা মনে পড়ে যায়। সর্বোপরি ওভালে টেস্ট জিতে অধিনায়ক বিরাট যে কৌশলগত দক্ষতা প্রদর্শন করেছেন, তা থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন ভন। ভারত অধিনায়কের সমালোচকদের চুপ থাকার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন নেতা।

বার্মি আর্মির আক্রমণ

বার্মি আর্মির আক্রমণ

লর্ডসে দুই দলের ক্রিকেটারদের মধ্যে লর্ডসে হওয়া গরমাগরমির আঁচ নিয়ে হেডিংলেতে প্রস্তুতি নিয়েই গ্যালারিতে বসেছিল বার্মি আর্মি। যে বিরাট কোহলির আগ্রাসান নিয়ে চর্চা চলে ক্রিকেট মহলে, সেই তাঁকেই হেডিংলেতে ব্যঙ্গের শিকার হতে হয়। ম্যাচের প্রথম ইনিংসে দ্রুত আউট হয়ে যাওয়া ভারত অধিনায়ককে গান গেয়ে বিদায় সম্ভাষণ জানিয়েছিল বার্মি আর্মি। সেই অপমান ভোলেননি বিরাট। ওভালে টেস্ট জয়ের পর বীণ বাজানো সেলিব্রেশন দিয়ে জবাবও দেন দেশের ক্রিকেট আইকন। পাল্টা উত্তর দেওয়ার চেষ্টা করেছে বার্মি আর্মিও। টুইটারে মজার ছলেই তারা লিখেছে যে বোঝা যাচ্ছে বিরাট সেনায় যোগ দিতে চাইছেন।

সরব হন কম্পটনও

সরব হন কম্পটনও

লর্ডস টেস্টের পর ভারত অধিনায়কের আগ্রাসনের বিরুদ্ধে সরব তিনি হয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নিক কম্পটন। বিরাট কোহলির সঙ্গে এ সংক্রান্ত নিজের এক তিক্ত অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন কম্পটন। এবার ভারত অধিনায়কের বীণ বাজানো সেলিব্রেশন নিয়েও মন্তব্য করার সুযোগ ছাড়েননি প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার। লেখেন যে মাঠে এমন ভঙ্গিমা বিরাটকে মানায় না। এটা মোটেই ভালো দেখায় না বলেও লিখেছেন কম্পটন।

বিরাটের বীণ

বিরাটের বীণ

১৯৭১ সালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে টেস্ট ম্যাচ জিতেছে ভারত। একই সঙ্গে লিডসে ব্রিটিশদের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট হেরে যাওয়ার পর বিরাট কোহলিদের নিয়ে যে সমালোচনা শুরু হয়েছিল, তার জবাবও দিয়েছে টিম ইন্ডিয়া। ওভালে ভারতের জয় কার্যত নিশ্চিত হওয়ার পর পঞ্চম দিনের শেষ কয়েক ঘণ্টা মাঠে ফের চেনা মেজাজের আগ্রাসী বিরাট কোহলিকে দেখা যায়। সব ব্যঙ্গ ও সমালোচনার জবাব দিয়ে মাঠে তিনি 'বীণ' বাজানো সেলিব্রেশনের মাধ্যমে আরও একবার সোশ্যাল মিডিয়ায় দৃষ্টি আকর্ষণ করেছেন।

English summary
Former England captain Michael Vaughan stands beside Virat Kohli on his trumpet celebration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X