For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছরের শেষে এল সুখবর, নতুন বছরে 'স্যার' হচ্ছেন 'ক্যাপ্টেন কুক'

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নাইট উপাধি পাচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক।

  • |
Google Oneindia Bengali News

এই বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্য়ালিস্টার কুক। বছরের শেষে এসে জানা গেল, নতুন বছরের শুরুতেই তিনি নাইট উপাধি পেতে চলেছেন। কুইন'স নিউ ইয়ার অনার্ অনুষ্ঠানেই তিনি স্যার অ্য়ালিস্টার কুক হবেন।

নতুন বছরে স্যার হচ্ছেন ক্যাপ্টেন কুক

গত সেপ্টেম্বর মাসে ভারতের বিরুদ্ধে ওভালে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কুক। শেষ টেস্টেও তিনি শতরান করেন। মোট ৩৩ টি শতরান ও ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারি হিসেবে কেরিয়ার শেষ করেন। টেস্টের সর্বকালীন সর্বোচ্চ রান সংগ্রহকারিদের মধ্য়েও তিনি আছেন ৫ নম্বরে। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও পরের বছরও তিনি এসেক্সের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলবেন।

কুকের নাইটহুড প্রাপ্তির খবর পেয়ে ইংল্যান্ডের ক্রিকেট মহল উচ্ছ্বসিত। ইসিবির চেয়ারম্য়ান কলিন গ্রেভস জানিয়েছেন, 'ইংল্যান্ডের ক্রিকেটকে কুক অনেক দিয়েছে। তার এই সম্মান প্রাপ্তির খবরে আমি অত্যন্ত আনন্দিত। একেবারে যোগ্য ব্যক্তি এই সম্মান পাচ্ছে।' তাঁর মতে কুকের পরিসংখ্যান, তাঁর পুরস্কার ও সম্মানই বলে দেয় যে তিনি কত বড় ক্রিকেটার। তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও কুক একজন 'রোল মডেল' বলে জানিয়েছেন গ্রেভস।

English summary
Former England captain Alastair Cook has been knighted following his retirement from international cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X