For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির আচমকা অবসর, বোর্ডের হার! মাহির সঙ্গে ঠিক করেনি বিসিসিআই, কেন এমন বললেন প্রাক্তন ক্রিকেটার

ধোনির আচমকা অবসর, বোর্ডের হার! মাহির সঙ্গে ঠিক করেনি বিসিসিআই, কেন এমন বললেন প্রাক্তন ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেটকে আচমকা বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ফ্যানেদের অবাক করে দেশের জার্সিতে বুটজোড়া তুলে রাখলেন। যারপর ধোনির ফেয়ারওয়েল ম্যাচের আশা রাখছেন অনেকে। ফ্যানেরা আবার ধোনির ৭ নম্বর জার্সিকে অবসরে পাঠানো নিয়ে বিসিসিআইয়ের কাছে অনুরোধ রেখেছেন। এর মাঝেই ধোনির অবসরে বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করলেন প্রাক্তন পাকিস্তানি স্পিনার সাকলাইন মুস্তাক।

কেন হতাশ প্রাক্তন ক্রিকেটার

কেন হতাশ প্রাক্তন ক্রিকেটার

কোনও রকম ফেয়ারওয়েল ম্যাচ না খেলে বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের এমন সাদামাটা বিদায় মেনে নিতে পারছেন না মুস্তাক। নিজের ইউটিউব চ্যানেলে সাকলাইন মুস্তাক এই নিয়ে কথা বলেছেন।

ধোনিকে নিয়ে মুস্তাক যা বলেন

ধোনিকে নিয়ে মুস্তাক যা বলেন

ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনিকে নিয়ে মুস্তাক বলেছেন, 'ধোনির মতো একজন এত বড় মাপের ক্রিকেটার, বিশ্বকাপ জেতা অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটের বিদায় বেলায় কিছুই পেল না। ওর অনেক সম্মান প্রাপ্য ছিল। বোর্ড বিষয়টা দেখতে পারত। '

মুস্তাক আরও যা বললেন

মুস্তাক আরও যা বললেন

মুস্তাক আরও বলেন, ' ধোনির মতো ক্রিকেটারের কোনও ফেয়ারওয়েল না পাওয়াটা কোনও কথা নয়। ভারতীয় বোর্ড মাহির সঙ্গে সঠিক আচরণ করেনি। এভাবে ধোনির অবসর নেওয়াটাও ঠিক হয়নি। আমার মনে হয়, ফ্যানেরাও আমার সঙ্গে একমত হবেন। এটা বিসিসিআইয়ের হার। এমন মন্তব্য করার জন্য আমি দুঃখিত । কিন্তু তাও বলব ধোনির সঙ্গে এটা ঠিক করল না বিসিসিআই।'

বিসিসিআইয়ের কাছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর অনুরোধ

বিসিসিআইয়ের কাছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর অনুরোধ

প্রসঙ্গতে ইতিমধ্যে ধোনির অবসর ম্যাচ আয়োজন নিয়ে বিসিসিআইয়ের কাছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অনুরোধ করেছেন। বোর্ড ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করলে ধোনির বিদায়ী ম্যাচ তিনি ঝাড়খণ্ডে আয়োজন করতে চান বলে জানিয়েছেন।

English summary
Former Cricketer Saqlain Mushtaq said, Sorry but BCCI didn’t treat MS Dhoni with right way
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X