For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে বুমরাহ-অশ্বিনদের পছন্দ নয় ভারতের প্রাক্তন বোলিং কোচের

বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে বুমরাহ-অশ্বিনদের পছন্দ নয় ভারতের প্রাক্তন বোলিং কোচের

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এগিয়ে থেকেও টেস্ট সিরিজ হারের পর টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। কেপটাউন টেস্টে হারের পরের দিনই সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থানের কথা জানান বিরাট। এর পর থেকেই নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে গুঞ্জন চলছে সোশ্যাল মিডিয়ায়।

বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে বুমরাহ-অশ্বিনদের পছন্দ নয় ভারতের প্রাক্তন বোলিং কোচের

কেউ কেউ সাওয়াল করছেন কেএল রাহুল বা ঋষভ পন্থের হয়ে, আবার কারোর মতে অভিজ্ঞ অশ্বিনকে দেওয়া যেতে পারে অধিনায়কত্বের ভার। জসপ্রীত বুমরাহ, মহম্মহ শামিও জানিয়ে রেখেছেন দলের যে কোনও দায়িত্ব সামলাতে তাঁরা তৈরি। এই অবস্থায় ভারতের টেস্ট দলের পরবর্তী অধিনায়ক কী রকম হওয়া উচিৎ সেই প্রসঙ্গে মুখ খুললেন ভরত অরুণ।

এক সর্ব ভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অরুণকে জিজ্ঞাসা করা হয়েছিল অশ্বিন কী ভারতকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিতে পারেন? এর জবাবে অরুণ বলেছেন, "বুমরাহকে অধিনায়ক করার বিষয়ে একটা দাবি উঠেছে। এখন কথা হচ্ছে, এরা কি প্রতিটা টেস্ট খেলতে পারবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে বুমরাহ কি প্রতিটা টেস্ট খেলতে পারবে? কী হবে যদি সিরিজের মাঝপথেই ওকে ব্রেক নিতে হয়? তখন আবারও নেতৃত্বের দিক থেকে চ্যালেঞ্জিং পজিশনের সম্মুখীন হতে হবে।"

অরুণ জানিয়েছেন, একজন বোলার যদি অধিনায়ক হয় তাতে দলের কোনও লাভ হবে না। যুক্তি দিয়ে বিশ্লেষণ করে তিনি বলেছেন, "আমি মনে হয় না সিরিজের মাঝ পথে দল নেতা বল করা উচিৎ, একমাত্র যদি সেই অধিনায়ক চোট না পেয়ে থাকে। একই বিষয় অশ্বিনের ক্ষেত্রেও। কী হবে যদি কম্বিনেশনে বদল করতে হয়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় এক জন বোলার অধিনায়ক হলে পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে উঠবে। একই সঙ্গে মাথায় রাখতে হবে যে বিভিন্ন ধরনের পিচে খেলতে হবে। যদি বিদেশে একজন স্পিনারকেই খেলাতে হয় এবং দলের স্ট্র্যাটেজির কারণে তা যদি রবীন্দ্র জাডেজা হন, তখন হবে? তা হলে সমস্যা তৈরি হবে। তাই টেস্ট অধিনায়ক হিসেবে আমি একজন ব্যাটসম্যানকেই বাছব।"

English summary
Former Bowling coach of India team Bharat Arun said he wants to see a batter rather than a bowler as next captain of Indian test squad. Arun said due to workload and strategy bowling captain will be challenging. Rather India should have a batsman as next captain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X