For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসপাতাল থেকে ছাড়া পেলেন করোনা-মুক্ত রঞ্জিজয়ী প্রাক্তন বাংলা ক্রিকেটার

হাসপাতাল থেকে ছাড়া পেলেন করোনা-মুক্ত রঞ্জিজয়ী প্রাক্তন বাংলা ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস থেক মুক্তি পেলেন রঞ্জিজয়ী প্রাক্তন বাংলা ক্রিকেটার সাগরময় সেন শর্মা। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ১০ দিন পর সোমবার বিকেলে প্রাক্তন ক্রিকেটারকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে বলে খবর।

অপুর সংসার

অপুর সংসার

ধুতি পাঞ্জাবী আর উস্কো খুস্কো চুল। সাদাকালো স্ক্রিনে কমবয়সী অপুর চরিত্রের সৌমিত্র চট্টোপাধ্যায় বহু বাঙালী মহিলার দুর্বলতা আজও।

ভয়াবহ করোনা ভাইরাস

ভয়াবহ করোনা ভাইরাস

বিশ্বব্যাপী ৭২ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। ভারত দুই লক্ষ ষাট হাজারেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজার মানুষের।

তিন ভুবনের পারে

তিন ভুবনের পারে

সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে ,'তিন ভুবনের পারে' ছবিতে. সৌমিত্র চট্টোপাধ্যায়ের 'টুইস্ট' নাচ, বাঙালির কাছে আজও বিখ্যাত করে রেখেছে তাঁকে।

পশ্চিমবঙ্গে করোনার প্রভাব

পশ্চিমবঙ্গে করোনার প্রভাব

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় আট হাজারে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৩৮৩ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যগুলির মধ্যে অষ্টম স্থানে রয়েছে বাংলা। তা সত্ত্বেও এ রাজ্যে লকডাউনের নিয়ম শিথিল করে দেওয়া হয়েছে। কার্যত স্বাভাবিক করে দেওয়া হয়েছে জনজীবন।

অরণ্যের দিনরাত্রি

অরণ্যের দিনরাত্রি

সদ্য চাকরি পাওয়া অসীমের চরিত্রে , এক বাঙালী যুবকের মনের নানা দোলাচল ফুটিয়ে তুলে , ছবিতে এক অনবদ্য অভিনয় উপহার দিয়েছেন সৌমিত্র।

করোনা আক্রান্ত সাগরময়

করোনা আক্রান্ত সাগরময়

পেট খারাপের সমস্যা নিয়ে প্রথমে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রঞ্জিজয়ী বাংলা দলের ক্রিকেটার সাগরময় সেন শর্মার স্ত্রী। টেস্টের পর জানা যায়, প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী করোনা আক্রান্ত। স্ত্রীর থেকে মারণ ভাইরাসে আক্রান্ত হন সাগরময় সেন শর্মাও। প্রথমে তাঁকে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ২৯ মে প্রাক্তন ক্রিকেটারকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তিনকন্যা(সমাপ্তি)

তিনকন্যা(সমাপ্তি)

গ্রামের মেয়ে ডানপিটে মেয়ে মৃণন্ময়ীকে বিয়ে করতে চায়নি কেউ। কিন্তু মৃণ্ময়ীর 'ডানপিটে', স্বাধীনচেতা, ফুরফুরে মেজাজেই প্রেমে পড়ে যায় অমূল্য। রবীন্দ্রনাথের সমাপ্তি গল্পের অমূল্য চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাবলিল অভিনয় আজও মশগুল বাঙালীর আট থেকে আশি।

মৃত্যুর সঙ্গে লড়াই

মৃত্যুর সঙ্গে লড়াই

প্রায় দশ দিন হাসপাতালে ভর্তি ছিলেন সিএবি নির্বাচক সাগরময় সেন শর্মা। প্রতিদিন তাঁকে পঁচিশ থেকে তিরিশটি ইনজেকশন দেওয়া হয়েছে। আপাতত তাঁকে এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন ডাক্তাররা। এরপর বাড়ির বাইরে বেরোতে হলে সাগরময় সেন শর্মাকে পুলিশের অনুমতি নিতে হবে।

সাত পাকে বাঁধা

সাত পাকে বাঁধা

দাম্পত্য কলহ নিয়ে পরিচালক অজয় করের ছবি সাত পাকে বাঁধা। ছবিতে সুচিত্রা সেনের সঙ্গে দাপটে অভিনয় করে গেছেন সৌমিত্র। ছবিতে সৌমিত্রের সংলাপের পরতে পরতে লেগে রয়েছে তাঁর অসামান্য অভিনয় ভাবনা। যা দিয়ে চরিত্রের সাথে সহজেই একাত্ম করেছেন দর্শককে। জয় করে নিয়েছেন বহু নারী মনের আবেগ !

চারুলতা

চারুলতা

রবীন্দ্রনাথের 'নষ্টনীরের' অমল চরিত্রের সৌমিত্র আবার একটু অন্যরকমের মানুষ। কবি মনের অমলের চরিত্রে মজে থাকেনি এমন বাঙালি পাওয়া দুষ্কর।

English summary
Former Bengal cricketer released from hospital after test negetive of COVID-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X