কিংবদন্তি কপিল দেবের সুস্থতা কামনায় সচিন থেকে বিরাট, লক্ষ্মণ থেকে শেহওয়াগ
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা কিংবদন্তি কপিল দেবের সুস্থতা কামনায় সামিল হয়েছেন দেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। সূত্রের খবর, দিল্লির হাসপাতালে অ্যাঞ্জিওপ্ল্যাস্টির পর ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল। ৬১ বছরের আইকন ক্রিকেটারের সুস্থতা কামনা করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ থেকে বীরেন্দ্র শেহওয়াগ।

গ্রেট কপিল দেবের সুস্থতা কামনা করে টুইট করেছেন টিম ইন্ডিয়া তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। দেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ককে শরীরে যত্ন নিতে বলেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।
Praying for your speedy recovery. 🙏🏻 Get well soon paaji. @therealkapildev
— Virat Kohli (@imVkohli) October 23, 2020
Take care @therealkapildev! Praying for your quick recovery. Get well soon Paaji. 🙏🏼
— Sachin Tendulkar (@sachin_rt) October 23, 2020
Get well soon Kapil Paaji. Wishing you a speedy recovery @therealkapildev
— VVS Laxman (@VVSLaxman281) October 23, 2020
Wish Kapil Paaji a very quick and smooth recovery. @therealkapildev
— Virender Sehwag (@virendersehwag) October 23, 2020
Wishing great @therealkapildev a speedy recovery post his angioplasty, you have been a fighter always Paaji and you will come out of this fighting fit https://t.co/f19xLCUoIe
— Mohammad Kaif (@MohammadKaif) October 23, 2020
হরিয়ানা হ্যারিকেনের সুস্থতা কামনা করে টুইট করেছেন প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। একই কাজে সামিল হয়েছেন দেশের বিশ্বকাপজয়ী ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ এবং প্রাক্তন ব্যাটসম্যান মহম্মদ কাইফ।
Get well soon Paaji @therealkapildev
— Anil Kumble (@anilkumble1074) October 23, 2020
Dear paji @therealkapildev ! Praying for your speedy recovery! Get well soon please 🙏 after cricket I still need some golfing 🏌️♂️ lessons 👊🏽 #legend
— Yuvraj Singh (@YUVSTRONG12) October 23, 2020
Let’s send a billion wishes and prayers to @therealkapildev. Get well soon, Paji. 🙌🙏
— Aakash Chopra (@cricketaakash) October 23, 2020
Get well soon paji @therealkapildev 🙏🙏 pic.twitter.com/Pk4lCDX3oO
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 23, 2020
My prayers are with you 🙏 hope you get well soon #Kapildev paji
— Irfan Pathan (@IrfanPathan) October 23, 2020
Wishing you a speedy recovery @therealkapildev Sir .. Take care & God Bless 🙏
— Suresh Raina🇮🇳 (@ImRaina) October 23, 2020
Wishing @therealkapildev good health & a speedy recovery. Take care sir!
— Gautam Gambhir (@GautamGambhir) October 23, 2020
To those who have called to inquire your prayers and wishes are conveyed to the family and received with gratitude . Good health and strength kaps .@aajtak @therealkapildev @vijaylokapally @
— Madan Lal (@MadanLal1983) October 23, 2020
কিংবদন্তি অনিল কুম্বলে, যুবরাজ সিং, হরভজন সিং, আকাশ চোপড়া, ইরফান পাঠান, সুরেশ রায়না, গৌতম গম্ভীর এবং মদন লালও গ্রেট কপিল দেবের সুস্থতা কামনা করেছেন।
Omg!! Wish you a speedy recovery @therealkapildev paaji.
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) October 23, 2020
Get well soon @therealkapildev Paaji. Wishing you a speedy recovery 🙏
— Ajinkya Rahane (@ajinkyarahane88) October 23, 2020
Wishing you a speedy recovery @therealkapildev sir. Strength always.
— Shikhar Dhawan (@SDhawan25) October 23, 2020
Thinking of you and wishing you a speedy recovery, @therealkapildev!
— Ishant Sharma (@ImIshant) October 23, 2020
Get well soon, sending healthy vibes in your direction! 🙏
দেশের সর্বকালের সেরা অল রাউন্ডারের সুস্থতা কামনা করে টুইট করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন, ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, ফাস্ট বোলার ইশান্ত শর্মা।
Wishing the big-hearted, mighty Kapil Dev a speedy recovery. So much more to do.
— Harsha Bhogle (@bhogleharsha) October 23, 2020
Wishing the @therealkapildev a swift recovery. The nation is well aware of his grit and spirit and we are very sure he will be out of the hospital soon 🙏🙏 pic.twitter.com/jNF060I2h5
— BCCI (@BCCI) October 23, 2020
কপিল দেবের সুস্থতা কামনায় বার্তা লিখেছেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। টুইট করেছে বিসিসিআই।