For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০১৮: বিরাট থেকে রায়ডু - একদিনের আন্তর্জাতিকে খেলা সেরা ৫ ভারতীয় ইনিংস

এক নজরে ফিরে দেখা ২০১৮ সালে ভারতীয় ব্যাটসম্যানদের সেরা ৫টি ওডিআই ইনিংসে।

  • |
Google Oneindia Bengali News

দেখতে দেখতে প্রায় শেষ হতে চল ২০১৮ সাল। ২০১৯ আসতে আর ১০ দিনও বাকি নেই। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৭-১৮ মরসুমটা কিন্তু বেশ ভাল গিয়েছে ভারতীয় দলের জন্য। একমাত্র ইংল্যান্ড ছাড়া বাকি সব জায়গাতেই সফল হয়েছে ভারতীয় দল।

বছরের শুরুতেই ভারত গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে প্রথম ভারতীয় দল হিসেবে একদিনের সিরিজে জয় পায় বিরাট-বাহিনী। এরপর ইংবল্যান্ড সফরে ব্যর্থ হলেও এশিয়া কাপে ফের দাপট দেখা যায় ভারতের। বিরাটকে ছাড়াই রোহিত শর্মার নেতৃত্বে দারুণ জয় পায় ভারত। তারপর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দারুণ সফল হয় ভারত।

এই সব সিরিজ জেতার পিছনে ছিল বেশ কিছু দুর্দান্ত ইনিংস। বছরের ২০১৮ সালে খেলা একদিনের আন্তর্জাতিকে ভারতীয় ব্য়াটসম্যানদের সেরা ৫টি ইনিংস বেছে নিল মাইখেল বেঙ্গলি।

বিরাট কোহলি - ১১২, ডারবান

বিরাট কোহলি - ১১২, ডারবান

ফাফ দুপ্লেসিস-এর শতরানের জোরে কিংসমিডে দক্ষিণ অফ্রিকা প্রথমে ব্য়াট করে ৮ উইকেটে ২৬৯ রান তুলেছিল। কিন্তু, বিরাট যখন রান তাড়া করেন, তখন সব লক্ষ্যই খুব ছোটো বলে মনে হয়। এক্ষেত্রে তিনি ১১২ রানের একটি ইনিংস খেলেছিলেন। তাঁর এই ইনিংসটিকে বিধ্বংসী বলা যাবে না, বরং একেবারে মাপা বলা যেতে পারে। তিনি আউট হওয়ার সময় ভারতের আর ৮ রান বাকি ছিল এবং ৫.৩ ওভার বাকি থাকতেই ভারত জয়ী হয়।

বিরাট কোহলি - ১৬০*, কেপ টাউন

বিরাট কোহলি - ১৬০*, কেপ টাউন

তালিকার ফের একবার বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকায় তৃতীয় একদিনের ম্য়াচে কোহলি রান তাড়ার দায়িত্বে ছিলেন না, ছিলেন ইনিংস গড়ার দায়িত্বে। রোহিত শর্মা তাড়াতাড়ি ফিরে গিয়েছিলেন। দ্বিতীয় উইকেটে শিখরের সঙ্গে ১৪০ রানের পার্টনারশিপ হয়েছিল বিরাটের। এতদূর পর্যন্ত বিরাট ছিলেন অ্যাঙ্করের ভূমিকায়। শিখর ফিরতেই তিনি ড্রাইভারের আসনে বসে পড়েন। উল্টো দিকের ব্য়াটসম্যানরা যখন রান পেতে সমস্যায় পড়ছিলেন, তখন তিনি ১৫৯ বলে ১৬০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৬ উইকেটে ৩০৩ রানে পৌঁছে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ভারত ১২৪ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল।

রোহিত শর্মা - ১৩৭*, নটিংহাম

রোহিত শর্মা - ১৩৭*, নটিংহাম

প্রথমে শিখরের জন্য মঞ্চটা ছেড়ে দিয়েছিলেন রোহিত। ইংল্য়ান্ডের ২৬৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ওঠে ৫৯ রান। শিখর করেন ২৩ বলে ৪০। এরপর কোহলি ক্রিজে আসতে ইংরেজ বোলিংকে কচুকাটা করার দায়িত্ব নেন ভারতের একদিনের দলের সহঅধিনায়ক। ১১৪ বলে অপরাজিত ১৩৭ করার পথে তিনি ১৫টি চার ও ৪টি ছয় মেরেছিলেন। ভারতকে জিতিয়ে তবে মাঠ ছেড়েছিলেন তিনি।

শিখর ধাওয়ান - ১১৪, দুবাই

শিখর ধাওয়ান - ১১৪, দুবাই

এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাকিস্তান ২৩৭ রানের বেশি তুলতে পারেনি। স্কোরটা বেশ কম মনে হলেও পাকিস্তানের হাতে এই রানের মধ্যেই প্রতিপক্ষকে ঘায়েল করার মতো, বোলিং আক্রমণ ছিল। কিন্তু এই ক্ষেত্রে এশিয়া কাপের ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও তাঁর ডেপুটি শিখর ধাওয়ান চুপ করিয়ে দেন পাকিস্তানিদেরই। ধাওয়ান করেন ১০০ বলে ১১৪ (১৬x৪, ২x৬), রোহিত ১১৯ বলে অপরাজিত ১১১ (৭x৪, ৪x৬)। বিশেষ করে শিখর মসৃণভাবে মহম্মদ আমির, হাসান আলিদের মাঠের সর্বত্র উড়িয়ে দিয়েছিলেন।

আম্বাতি রায়ডু - ১০০, মুম্বই

আম্বাতি রায়ডু - ১০০, মুম্বই

ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন আগামী বিশ্বকাপে রায়ডুকেই একদিনের দলের চার নম্বরে ভাবছেন তাঁরা। তাঁর এই আস্থার যোগ্য মর্যাদা দিয়ে এতদিন ভাল শুরু করেও বড় রান না পাওয়া রায়ডু মুম্বইতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ৮১ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর এই ইনিংস সাজানো ছিল ৮টি চার ও ৪টি ছয় দিয়ে। রোহিত শর্মা (১৬২) র সঙ্গে তাঁর জুটির সৌজন্যে ভারত ৫ উইকেটে ৩৭৭ রান তুলেছিল। ভারত ওই ম্য়াচ জিতেছিল ২২৫ রানের বিশাল ব্যবধানে! আর এই ইনিংসেই ৪ নম্বরে নিজের জায়গা পাকা করে নিয়েছেন রায়ডু।

English summary
Let's take a look back at the top 5 ODI innings by Indian batsmen in the year 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X