For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত এবং ইংল্যান্ডের শিহরণ জাগানো পাঁচ ওয়ান ডে ম্যাচের তালিকায় সামিল সচিন থেকে কোহলি

ভারত এবং ইংল্যান্ডের শিহরণ জাগানো পাঁচ ওয়ান ডে ম্যাচের তালিকায় সামিল সচিন থেকে কোহলি

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার অর্থাৎ ২৩ মার্চ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে ভারত। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। টেস্ট এবং টি২০-এর মতোই ৫০ ওভারের ফর্ম্যাটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে অতীতে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ হাড্ডাহাড্ডি টি২০ মোকাবিলার দিকে নজর ফেরানো যাক।

১৯৯৩ সালের জয়পুর ওয়ান ডে

১৯৯৩ সালে জয়পুরে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে হওয়া ওয়ান ডে ম্যাচের ফয়সলা শেষ বলে হয়েছিল। ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান করেছিল ভারত। শতরান করেছিলেন বিনোদ কাম্বলি (অপরাজিত ১০০)। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (৮২) সঙ্গে তাঁর লড়াকু পার্টনারশিপও হয়েছিল। তবু চার উইকেটে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড।

২০০২ সালের দিল্লি

২০০২ সালের দিল্লি

২০০২ সালে দিল্লিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান তুলতে পেরেছিল ভারত। ২ রানে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। ভারতের হয়ে সর্বাধিক ৭৪ রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

২০১১ সালের লন্ডন

২০১১ সালের লন্ডন

২০১১ সালে লর্ডসে হওয়া ভারত বনাম ইংল্যান্ডের ওয়ান ডে ম্যাচ ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮০ রান তুলেছিল ভারত। জবাবে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান তুলেছিল ইংল্যান্ড। ভারতের হয়ে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন সুরেশ রায়না।

২০১১ সালের বেঙ্গালুরু

২০১১ সালের বেঙ্গালুরু

২০১১ সালের বিশ্বকাপে বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছিল দুই দল। আগে ব্যাট করে ৩৩৮ রান তুলেছিল ভারতীয় ক্রিকেট দল। শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। জবাবে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রানেই শেষ হয়েছিল ইংল্যান্ড। ম্যাচ টাই হয়েছিল।

২০০২-এর ন্যাটওয়েস্ট ফাইনাল

২০০২-এর ন্যাটওয়েস্ট ফাইনাল

২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে আগে ব্যাট করে নির্ধারত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে ৮ উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্য পৌঁছে ইতিহাস রচনা করেছিল ভারতীয় ক্রিকেট দল।

English summary
Five most memorable encounters between India and England news in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X