সৌরভ থেকে গাভাসকর, ব্রিসবেনে ভারতীয় ব্যাটসম্যানদের সেরা পাঁচ টেস্ট ইনিংস
আগামী শুক্রবার অর্থাৎ ১৫ জানুয়ারি ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। চোট-আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া এই ম্যাচ কেমন পারফরম্যান্স দেয়, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। সেই আবহে ব্রিসবেনে টেস্টে ব্যাট হাতে ঝকঝকে পারফরম্যান্স করা ভারতীয় ব্যাটসম্যানদের তালিকা দেখে নেওয়া যাক।

সুনীল গাভাসকর
১৯৭৭ সালের ডিসেম্বরে ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের চতুর্থ ইনিংসে ১১৩ রান করে ভারতকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন লিটল মাস্টার। ৩২০ মিনিট ক্রিজে ২৬৪ বল খেলে ১২টি চার মেরেছিলেন গ্রেট সানি ভাই।

সৌরভ গঙ্গোপাধ্যায়
২০০৩ সালের ডিসেম্বরে গাব্বায় তৎকালীন ভারতীয় অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শতরান অন্যতম সেরা। ৬৩ রানের মধ্যে বীরেন্দ্র শেহওয়াগ, রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরকে হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় দলকে লড়াই করার রসদ জুগিয়েছিলেন মহারাজ। ওই ম্যাচে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে ১৪৬ এবং পার্থিব প্যাটেলের সঙ্গে ৫৬ রানের পার্টনারশিপ করেছিলেন সৌরভ। ১৯৬ বলে ১৪৪ রানের দাপুটে ইনিংস খেলেছিলেন দাদা। ভারতীয়দের মধ্যে ব্রিসবেনে সেটাই সর্বোচ্চ স্কোর।

এমএল জয়সিমহা
১৯৬৮ সালের জানুয়ারিতে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান এমএল জয়সিমহা। তবে ওই ম্যাচে একটুর জন্য জয় হাতছাড়া হয়েছিল ভারতের।

মুরলী বিজয়
২০১৪ সালের ব্রিসবেনে ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্রাক্তনী সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধরে ফেলেছিলেন মুরলী বিজয়। ম্যাচের প্রথম ইনিংসে এই রান করেছিলেন বিজয়।

অজিঙ্ক রাহানে
২০১৪ সালের টেস্টেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮১ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন অজিঙ্ক রাহানে। বিজয়ের সঙ্গে তাঁর মোটা পার্টনারশিপ হয়েছিল।

'ব্রিসবেনে রাহানেরা জিতলে,টেস্টের ইতিহাসে এটাই ভারতের সেরা সিরিজ জয় হতে চলেছে'