For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধ্বংসী ধোনির ম্যাচ জেতানো ৫ আন্তর্জাতিক ইনিংসে নজর ফেরানো যাক

ধোনির ম্যাচ জেতানো ৫ আন্তর্জাতিক ইনিংসে নজর ফেরানো যাক

  • |
Google Oneindia Bengali News

ওয়ান ডে কেরিয়ারে ৩৫০টি ম্যাচ খেলা লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি, এই ফর্ম্যাটে ১০ হাজারের বেশি রান করেছেন। ৫০ ওভারের ক্রিকেটে ১০টি শতরানও এসেছে মাহির ব্যাট থেকে। বিদায় বেলায় ধোনির কিছু গুরুত্বপূর্ণ এবং ম্যাচ জেতানো কিছু ইনিংসের দিকে নজর ফেরানো যাক।

১২৩ বলে ১৪৮

১২৩ বলে ১৪৮

২০০৫ সালের ৫ এপ্রিল বিশাখাপত্তনমে হওয়া ওয়ান ডে ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। মিডিল অর্ডার থেকে আচমকা তিন নম্বরে ব্যাট করতে নেমে ১২৩ বলে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মাহি। ১৫টি চার ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ স্কোর

উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ স্কোর

২০০৫ সালে জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলেছিল ভারত। ওই ম্যাচে ১৪৫ বলে ১৮৩ রানের বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১৫টি চার ও ১০টি ছক্কা দিয়ে সাজানো মাহির এই ইনিংস উইকেটরক্ষকদের মধ্যে বিশ্বে সর্বোচ্চ।

বিশ্বকাপের ফাইনাল

বিশ্বকাপের ফাইনাল

২০১১ সালের ২ এপ্রিল ভারতবাসীর কাছে গর্বের দিন। কারণ ওই দিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল জিতেছিল ভারত। ২৮ বছর পর ট্রফি ঘরে তুলেছিল টিম ইন্ডিয়া। সৌজন্যে এমএস ধোনির ৭৯ বলে ৯১ রানের অপরাজিত ও অধিনায়কোচিত ইনিংস। আটটি চার ও ২টি ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়া বধ

অস্ট্রেলিয়া বধ

২০১৩ সালে পাঞ্জাবের মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলেছিল ভারত। ১৫৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। সেই সময় অধিনায়ক এমএস ধোনির ১২১ বলে ১৩৯ রানের ইনিংস ভারতের ম্যাচ জয়ে বড় ভূমিকা নিয়েছিল। ১২টি চার ও ৫টি ছক্কা দিয়ে সাজানো ছিল মাহির ওই অপরাজিত ইনিংস।

ইংল্যান্ডের বিরুদ্ধে নাছোড় ৭৬

ইংল্যান্ডের বিরুদ্ধে নাছোড় ৭৬

২০০৭ সালের লর্ডস টেস্টে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর নাছোড় মানসিকতার জন্যই সেদিন স্যাঁতস্যাঁতে পরিবেশে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ড্র করতে পেরেছিল ভারত।

English summary
Five important ODI knocks of legend Mahendra Singh Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X