For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের ইতিহাসে সেরা পাঁচ ম্যাচ কোনগুলি, এক নজরে দেখে নেওয়া যাক

আইপিএলের ইতিহাসে সেরা পাঁচ ম্যাচ কোনগুলি, এক নজরে দেখে নেওয়া যাক

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। পরিস্থিতি স্বাভাবিক না হলে আরও পিছিয়ে যেতে পারে টুর্নামেন্ট। এমনকী বন্ধও করে দেওয়া হতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। তা নিয়ে এখনই হতাশ না হয়ে দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে সেরা পাঁচ ম্যাচ কোনগুলি।

কেকেআর বনাম আরসিবি (২০০৮)

কেকেআর বনাম আরসিবি (২০০৮)

আইপিএলের প্রথম সংস্করণের প্রথম ম্যাচ হয়েছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। হোম টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে আরসিবি-র সামনে পাহাড়প্রমাণ ২২৩ রানের লক্ষ্য খাড়া করেছিল কেকেআর। অ্যাওয়ে দলের হয়ে ৭৩ বলে ১৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ড প্রাক্তন ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাকুলাম। ম্যাচ ১৪০ রানে জিতেছিল শাহরুখ খানের দল।

এমআই বনাম আরআর (২০১৪)

এমআই বনাম আরআর (২০১৪)

২০১৪ আইপিএলের শেষ চারে পৌঁছতে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে লড়াই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামের ওই ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছিল আরআর। দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সঞ্জু স্যামসন ও করুণ নায়ার। টুর্নামেন্টের পরের রাউন্ডে পৌঁছতে ১৪.৩ ওভারেই ১৯০ রান তুলতে হত মুম্বই ইন্ডিয়ান্সকে। কিউয়ি ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসনের ৪৪ বলে ৯৫ রানের ঝড়ো ইনিংসের সৌজন্যে সেই লক্ষ্যে পৌঁছেছিল রোহিত শর্মার দল।

এমআই বনাম সিএসকে (২০১৫)

এমআই বনাম সিএসকে (২০১৫)

কলকাতার ইডেন গার্ডেন্সে ২০১৫-র আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মার ২৬ বলে ৫০ রানের সৌজন্যে আগে ব্যাট করে ২০ ওভারে ২০২ পর্যন্ত পৌঁছেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে চেন্নাই সুপার কিংসের শুরুটা ভালো হলেও শেষে গিয়ে খেই হারিয়ে ফেলে মহেন্দ্র সিং ধোনির দল। ২০ ওভার শেষে ১৬১ রান তোলে সিএসকে। চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স।

আরসিবি বনাম সিএসকে (২০১৮)

আরসিবি বনাম সিএসকে (২০১৮)

নির্বাসন কাটিয়ে সে বছরই ফের আইপিএল খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ২০৫ রান তুলেছিল আরসিবি। জবাবে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সিএসকে। কিন্তু ফিনিশার এমএস ধোনির ৩৪ বলে ৭০ রানের ইনিংস ম্যাচে হলুদ জার্সিধারীদের জয় নিশ্চিত করে।

কেকেআর বনাম আরসিবি (২০১৯)

কেকেআর বনাম আরসিবি (২০১৯)

ইডেন গার্ডেন্সে হওয়া ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ২১৩ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শতরান করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। জবাবে কেকেআর তারকা আন্দ্রে রাসেল ও নীতীশ রানার মধ্যে ১০০ রানের পার্টনারশিপ হলেও ম্যাচ জিততে পারেনি দীনেশ কার্তিকের দল।

English summary
Five greatest matches in the history of IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X