For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের দ্রুততম অর্ধশতরানের তালিকায় তারকাদের ভিড়, কী বলছে পরিসংখ্যান

আইপিএলের দ্রুততম অর্ধশতরানের তালিকায় তারকাদের ভিড়, কী বলছে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

কোনও অঘটন না ঘটলে আগামী ৯ এপ্রিল থেকে ভারতেই শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্টে আট দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। ব্যাট ও বলের লড়াই জমে উঠবে তুল্যমূল্য হবে বলেও মনে করা হচ্ছে। সেই আবহে দেখে নেওয়া যাক আইপিএলে দ্রুত গতির অর্ধশতরান রয়েছে কাদের নামের পাশে।

পন্থ ও বাটলার

পন্থ ও বাটলার

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ঋষভ পন্থ ও জস বাটলার। ২০১৮ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৮ বলে অর্ধশতরান করেছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ২০১৮ সালের আইপিএলে সমান বল খেলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন রাজস্থান রয়্যালসের বাটলার।

১৭ বলে অর্ধশতরান

১৭ বলে অর্ধশতরান

আইপিএলে ১৭ বলে অর্ধশতরান করা ক্রিকেটারদের সংখ্যা ৮ (দেশি ও বিদেশি)। তাঁরা হলেন ক্রিস গেইল, হার্দিক পান্ডিয়া, অ্যাডাম গিলক্রিস্ট, ক্রিস মরিস, নিকোলাস পুরান, ইশান কিষাণ, কাইরন পোলার্ড এবং সুনীল নারিন।

সুরেশ রায়না

সুরেশ রায়না

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়নাও। ২০১৪ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে পাঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব) বিরুদ্ধে ১৬ বলে অর্ধশতরান করেছিলেন দেশের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান।

ইউসুফ পাঠান ও সুনীল নারিন

ইউসুফ পাঠান ও সুনীল নারিন

তালিকার দ্বিতীয় স্থানে যুগ্মভাবে অবস্থান করছেন ইউসুফ পাঠান ও সুনীল নারিন। প্রথম জন ২০১৪ সালে কেকেআরের জার্সিতে ১৫ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। একই দলের হয়ে নারিন ২০১৭ সালের আইপিএলে ১৫ বলে অর্ধশতরান করেছিলেন।

কেএল রাহুল

কেএল রাহুল

তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন কেএল রাহুল। ২০১৮ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। যে রেকর্ড আজও অক্ষত।

গুরু ধোনির বিরুদ্ধে প্রথম মোকাবিলা, প্রহর গুনছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্থগুরু ধোনির বিরুদ্ধে প্রথম মোকাবিলা, প্রহর গুনছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্থ

English summary
Five fastest fifty in the history of IPL news in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X