For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Andrew Symonds: বিতর্ক কখনও পিছু ছাড়েনি তাঁর, এক নজরে রয়ের জীবনের পাঁচটি বড় বিতর্কিত ঘটনা

Andrew Symonds: বিতর্ক কখনও পিছু ছাড়েনি সাইমন্ডসকে, এক নজরে রয়ের জীবনের পাঁচটি বড় বিতর্কিত ঘটনা

Google Oneindia Bengali News

বাইশ গজে যেমন দাপিয়ে বেড়িয়েছেন, তেমনই অ্যান্ড্রু সাইমন্ডস চুম্বকের মতো আকর্ষণ করেছেন একের পর এক বিতর্ককে। কখনও তিনি বিতর্কে জড়িয়েছেন প্রতিপক্ষ দলের ক্রিকেটারের সঙ্গে আবার কখনও নিজের দলের সতীর্থের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন সাইমন্ডস। রবিবার গভীর রাতে একটি বাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছে সাইমন্ডস। সানডে মর্নিং হেরল্ডের খবর অনুযায়ী, টাউনসভিল থেকে ৫০ কিমি দূরে হার্ভি রেঞ্জের কাছে গাড়ি দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাইমন্ডস।

মাঙ্কিগেট কান্ড:

মাঙ্কিগেট কান্ড:

ক্রিকেটে সমস্ত রকম বিতর্কের শীর্ষে থাকবে মাঙ্কিগেট কান্ড। সিডনির টেস্টে ঘটা এই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া। ম্যাচ চলাকালীন হরভজন সিংয়ের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন সাইমন্ডস। তাঁর অভিযোগ ছিল ভারতীয় স্পিনার নাকি তাঁকে 'মাঙ্কি' বলেন। বর্ণবিদ্বেষী এই অভিযোগের কথা অস্বীকার করেন হরভজন। সাইমন্ডসের করা অভিযোগের ভিত্তিতে সেই সময়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তৈরি হয়েছিল। এই পুরো বিষটা সাইমন্ডসের উপর খারাপ প্রভাব ফেলেছিল। বিসিসিআই-এর চাপে নিজেদের দলের ক্রিকেটারে পাশে দাঁড়াতে সেই সময়ে ব্যর্থ হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

মাইকেল ক্লার্কের সঙ্গে সংঘাত:

মাইকেল ক্লার্কের সঙ্গে সংঘাত:

অত্যন্ত গভীর বন্ধুত্ব ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক এবং অ্যান্ড্রু সাইমন্ডসের মধ্যে। মাঠের মধ্যে হোক কিংবদা মাঠেই বাইর নিজেদের মধ্যে দুর্দান্ত বোঝাপড়া ছিল ক্লার্ক এবং সাইমন্ডসের। তাঁদের 'ব্রাদার্স ইন আর্মস' শরীরীভাষা অস্ট্রেলিয়ার ফিল্ডিংকে অন্য স্তরে নিয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব মাইকেল ক্লার্ক পাওয়ার পর থেকেই সম্পর্কে ফাটল ধরে। ক্রিকেট কেরিয়ারের শেষের দিকে সাইমন্ডস স্বীকার করে নিয়েছিলেন যে আইপিএল-ই ক্লার্কের 'হিংসার' কারণ। তিনি বলেছিলেন, "টকা অনেক মজার জনিস ঘটাতে পারে। এটা ভাল জিনিস কিন্তু এটা বিষও হয়ে উঠতে পারে এবং আমি মনে করি আমাদের সম্পর্ককে এটা বিষাক্ত করে তুলেছে।"

অতিরিক্ত মদ্যপান:

অতিরিক্ত মদ্যপান:

মাঠের মধ্যে ফ্ল্যামবয়েন্ট শরীরী ভাষার জন্য পরিচিত ছিলেন সাইমন্ডস। ২০০৫ সালে কার্ডিফে ত্রি-দেশীয় সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচে অস্ট্রেলিয়ার দল থেকে বাদ পড়েন সাইমন্ডস। এর কারণ ছিল ম্যাচের আগের দিন তিনি মদ্যপান করেছিলেন।

পাবে মারামারি:

পাবে মারামারি:

২০০৮ সালে অস্ট্রেলিয়ার একজন সমর্থক একটি ছবি তোলার জন্য তাঁকে অনুরোধ করেন, সে চেষ্টা করছিল সাইমন্ডসকে জড়িয়ে ধরতে, যা খানিকটা অস্বস্তিতে ফেলছিল সাইমন্ডসকে। সাইমন্ডস ওই ব্যক্তিকে প্রথমে সরে যেতে বলেন, কিন্তু তিনি না শুনলে তাঁকে মরধোর করেন। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি।

নিজের মেজাজের রাজা:

নিজের মেজাজের রাজা:

সাইমন্ডস নিজের নিয়মে চলতেন। তিনি কখনওই কোনও নিয়মের পরোয়া করতেন না। ২০০৮ সালে বাংলাদেশ সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া দল। একটা গুরুত্বপূর্ণ টিম মিটিং-এর সময়ে বাইরে নিজের মতো সময় কাটাতে ব্যস্ত ছিলেন সাইমন্ডস। দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হন এবং এই কারণে ভারত সফরের দল থেকে বাদ দেওয়া হয় তাঁকে।

English summary
Andrew Symonds was never away from controversies. Here is the top Five controversial incidents that made him unpopular.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X