For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯৮২ সালে আজকের দিনে ওয়ান ডে ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেছিলেন কে? জানেন কি?

  • |
Google Oneindia Bengali News

১৯৮২ সালের ২০ সেপ্টেম্বর একদিনের ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকটি হয়েছিল। যিনি বোলার ছিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তেমন কোনও ছাপ ফেলতে পারেননি। তবে ইতিহাসের পাতায় তাঁর নামটি স্বর্ণাক্ষরে ছাপা হয়ে গিয়েছে ওই একটিমাত্র কীর্তির জন্য। [জেনে নিন কেন পৃথিবীর সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান?]

আজকের দিনে পাকিস্তানের হয়ে খেলতে নেমে সিন্ধ প্রদেশের হায়দ্রবাদের নিয়াজ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে হ্যাটট্রিকটি করেন জালাল উদ্দিন। সেটা ছিল সবমিলিয়ে ওয়ান ডে ক্রিকেটের ১৫৮ তম ম্যাচ। [এবার পাঁচ এর বদলে টেস্ট ম্যাচ হবে মাত্র ৪ দিনের!]

আজকের ১৯৮২তে দিনে ওয়ান ডে ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন কে?

সেদিন জালাল উদ্দিনের বলে পরপর আউট হন রড মার্শ, ব্রুস ইয়ার্ডলি ও জিওফ লসন। এর মধ্যে ইয়ার্ডলি ক্যাচ আউট হলেও মার্শ ও লসনের উইকেট ছিটকে দিয়ে তাঁদের বোল্ড করেছিলেন জালাল উদ্দিন। [এই ৫ ক্রিকেটার নিজের আত্মীয়কে বা বন্ধুর স্ত্রীকে বিয়ে করেছেন!]

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে খেলতে নামার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটিই মাত্র ম্যাচ খেলেছিলেন ডানহাতি পেস বোলার জালাল। সেই ম্যাচে ৫ ওভার বল করে ১৪ রান দেন তিনি। [এই ক্রিকেটার যত রান করেছেন, তার চেয়ে বেশি মেয়ের শয্যাসঙ্গী হয়েছেন!]

তিনি হয়ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে সুযোগ পেতেন না। তবে ইমরান খান আহত হয়ে সরে দাঁড়ানোয় জালাল সুযোগ পান। জাহির আব্বাসের নেতৃত্বে খেলতে নেমে জালাল ওয়ান ডে-র প্রথম হ্যাটট্রিক করেন। [বিশ্ব ক্রিকেটের অবিস্মরণীয় কয়েকটি রেকর্ড]

সবমিলিয়ে জালাল উদ্দিন পাকিস্তানের হয়ে ৬টি টেস্ট ও ৮টি একদিনের ম্যাচ খেলেছিলেন। তিনিই একমাত্র পাকিস্তানি কোচ যার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুমোদিত কোচিং শংসাপত্র রয়েছে।

English summary
First ever ODI hattrick took by a former Pakistani cricketer, Guess who?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X