For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, হুঙ্কার ইংল্যান্ড ডিফেন্সের স্তম্ভ ম্যাগুয়েরের

রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, হুঙ্কার ইংল্যান্ড ডিফেন্সের স্তম্ভ ম্যাগুয়েরের

Google Oneindia Bengali News

বিশ্বকাপ ক্লাইম্যাক্সে এসে উপস্থিত। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স এবং ইংল্যান্ড। চলতি বিশ্বকাপের অন্যকম আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে এটি। হাইপ্রোফাইল ম্যাচে নামার আগে ইংল্যান্ডের তারকা ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের জানিয়েছেন, তাঁরা বিশ্বাস করা শুরু করেছেন যে এই ইংল্যান্ড দল বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে।

রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, হুঙ্কার ইংল্যান্ড ডিফেন্সের স্তম্ভ ম্যাগুয়েরের

ম্যাগুয়ের স্বীকার করে নিয়েছেন রাশিয়ায় সেমিফাইনালে পৌঁছেও তাঁদের মধ্যে বিশ্বকাপ জেতার বিষয়ে আত্মবিশ্বাস ছিল না-- কিন্তু এখন সেটা রয়েছে। এই সেন্টার ব্যাক বলেছেন, "২০১৮-এর স্কোয়াডের থেকে অনেক পার্থক্য রয়েছে এই বার। আমি সত্যিই বিশ্বস করি যে এটা সম্ভব আমি ২০১৮ সালেও খেলেছিলাম এবং আমরা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলাম এবং অনেকেই খুশি ছিল এত দূর আসতে পারায়। আমরা জানতাম ওই ম্যাচে যাই হোক আমরা হিরোর মতোই দেশে ফিরব। ভাল অভ্যর্থনা পাব এবং প্রত্যেকে আমাদের পিঠ চাপড়ে দেবে। এখান আমরা বিশ্বাস করি এই প্রতিযোগীতা আমাদের জিততে হবে। এটা মানসিকতার ভাল পরিবর্তন।"

ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের লড়াই বেশ কঠিন হতে চলেছে তা মেনে নিলেও নিজেদের উপর আস্থা অটুট রয়েছে ম্যাগুয়রের। তিনি বলেছেন, "অবশ্যই আমরা জানি ম্যাচটা কতটা কঠিন হতে চলেছে। পাঁচ-ছয়টা দলেরে আমাদের মতোই একই বিশ্বাস রয়েছে। কিন্তু ২০১৮ সালে আমরা সম্ভবত সেই দলগুলোর মধ্যে ছিলাম না যাঁরা নিজেদের বিশ্বকাপ জেতার বিষয়ে ব্যাক করেছিল।"

কাতার বিশ্বকাপে ম্যাগুয়ের এবং তাঁর দল মাত্র দুইটি গোল হজম করেছে। ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই এই দুই গোল হজম করে ইংল্যান্ড। ওই ম্যাচটি ৬-২ গোলে জিতেছিল ইংল্যান্ড। ম্যাগুয়ের জানিয়েছেন কোয়ার্টার ফাইনালে নামার আগে তাঁর এবং পুরো ইংল্যান্ড দলের সমস্ত ফোকাস ফুটবলে, এই ম্যাচটি ৯০ মিনিটের মধ্যেই জিততে চায় থ্রি-লায়ন্স। ১১ ডিসেম্বর (রবিবার) ভারতীয় সময়ে রাত সাড়ে ১২'টায় ইংল্যান্ড এবং ফ্রান্স একে অপরের মুখোমুখি হবে।

English summary
FIFA World Cup 2022: Harry Maguire believes this england side cen lift World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X