For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপারেশনের পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে নেমেই লাল বলে বিধ্বংসী জোফ্রা আর্চার

Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের পরই কনুইয়ের চোট সমস্যা নিয়ে দেশে ফিরেছিলেন। তারপর ফিশ ট্যাঙ্ক দুর্ঘটনায় হাতে অস্ত্রোপচার হয় জোফ্রা আর্চারের। ফিট না হওয়ায় খেলতে পারেননি এবারের আইপিএলে। যা ছিল রাজস্থান রয়্যালসের পক্ষে বড় ধাক্কা। তবে অপারেশনের পর আজই প্রথম সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে নেমে বল হাতে বিধ্বংসী স্পেল জোফ্রা আর্চারের।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে নেমেই লাল বলে বিধ্বংসী জোফ্রা আর্চার

কয়েকদিন আগেই সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপে সাসেক্সের সেকেন্ড ইলেভেনের হয়ে ২৯.২ ওভার বল করে ১০২ রানের বিনিময়ে দুই উইকেট পেয়েছিলেন আর্চার। তবে দ্বিতীয় ইনিংসে তিনি বল করেননি। দুই ইনিংসে ব্যাট হাতে যথাক্রমে ৩৫ ও ১৫ রান করেছিলেন। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরের পর এদিনই প্রথম সাসেক্সের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে প্রথমেই বিধ্বংসী স্পেল করলেন আর্চার।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে নেমেই লাল বলে বিধ্বংসী জোফ্রা আর্চার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট সিরিজের দল ঘোষণা হওয়ার কথা আগামী সপ্তাহের গোড়ার দিকেই। তার আগে কাউন্টিতে ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে নজর রাখছে ইসিবি। টেস্ট দলের ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়তে বহবে ২৭ মে। ফলে ওই দলে সুযোগের জন্য নিজেকে মেলে ধরার শেষ সুযোগ আর্চারের কাছে এই কেন্ট ম্যাচই।

এদিন কেন্টের বিরুদ্ধে আর্চারের প্রথম তিনটি ওভারই মেডেন হয়। নিজের তৃতীয় তথা ম্যাচের ষষ্ঠ ওভারের প্রথম বলেই ওপেনার ড্যানিয়েল বেল ড্রামন্ডের উইকেট তুলে নেন আর্চার। নিজের চতুর্থ তথা ম্যাচের অষ্টম ওভারের শেষ বলে আর্চার আউট করেন ইংল্যান্ড দলে তাঁর সতীর্থ জ্যাক ক্রলিকে। সাত রানে আউট হন ক্রলি। প্রথম স্পেলে চার ওভারে আর্চারের বোলিং ফিগার দাঁড়ায় চার ওভারে তিনটি মেডেন-সহ ছয় রানের বিনিময়ে দুই উইকেট। পরের স্পেলে এসে প্রথম ওভারে দেন তিন রান, দ্বিতীয় ওভার মেডেন, তৃতীয় ওভারে দুই ও চতুর্থ ওভারে ৪ রান দেন। ফলে প্রথম আট ওভারে চার মেডেন-সহ ১৫ রানে আর্চারের ঝুলিতে দুই উইকেট।

English summary
Fiery Spell By Jofa Archer For Sussex In His First County Championship Match After Surgery. Sussex Is Playing Against Kent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X