For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জার্সি পরার এমন বিভ্রাট! টি-১০ ম্যাচে খেসারত দিতে হল হেরে

জার্সি পরার এমন বিভ্রাট! টি-১০ ম্যাচে খেসারত দিতে হল হেরে

  • By Manojit Maulik
  • |
Google Oneindia Bengali News

টি ১০। ক্রিকেট ফরম্যাটের এই নয়া সংস্করণ টি ২০-র জনপ্রিয়তায় কতটা ভাগ বসাতে পারবে তা বলবে সময়। তবে ইতিমধ্যেই এই ফরম্যাট বেশ জনপ্রিয় হয়েছে। আবু ধাবিতে চলতে থাকা আবু ধাবি টি ১০ লিগে (Abu Dhabi T 10 League) অংশ নিয়েছেন অনেক নামি তারকা। ওয়েইন পারনেলের হ্যাটট্রিক বা ১২টি ছক্কা-সহ নিকোলাস পুরাণের ২৬ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটেছে গতকাল। জার্সি পরার বিভ্রাট আর তার জেরে বিপত্তির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে।

জার্সি পরার এমন বিভ্রাট! টি-১০ ম্যাচে খেসারত দিতে হল হেরে

জার্সি বিভ্রাট ও বাউন্ডারি

গতকাল আবু ধাবি টি ১০ লিগের ম্যাচে টিম আবু ধাবির সামনে ছিল নর্দার্ন ওয়ারিয়র্স। নর্দার্ন ওয়ারিয়র্সের ব্যাটিংয়ের সময় ঘটল বিভ্রাট। সংযুক্ত আরব আমিরশাহী (UAE) দলের হয়ে খেলা রোহন মুস্তাফা (Rohan Mustafa) বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন। জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওয়াসিম মহম্মদ একটি জোরালো শট মারেন। কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। কিন্তু এখানে ক্যাচ মিস না করলেও খেসারত দিতে হলো আবু ধাবিকে। ওয়াসিম যখন শটটি মারেন তখন জার্সি পরছিলেন রোহন। এর মধ্যেই শট! তাঁর দিকে আসতে দেখে জার্সি পরতে পরতেই বল ধরতে দৌড়ান রোহন। কিন্তু তিনি বাউন্ডারি বাঁচাতে পারেননি। বলের কাছে রোহন পৌঁছানোর অনেক আগেই তা বাউন্ডারির বাইরে চলে যায়। ক্রিকেট মাঠে এমন দৃশ্য সত্যিই বিরল! তাই ওই মুহূর্তের ফুটেজ রীতিমতে ভাইরাল হয়ে যায়।

জার্সি পরার এমন বিভ্রাট! টি-১০ ম্যাচে খেসারত দিতে হল হেরে

উত্তেজক ম্যাচে হার আবু ধাবির

এই ম্যাচের ফয়সালাও হয় শেষ বলে। শেষ ওভারে ছিল নাটকের পর নাটক। যদিও খারাপ ফিল্ডিং অব্যাহত থাকে শেষ ওভারেও। তাই শেষ বলে প্রয়োজনীয় দুই রান নিয়ে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় নর্দার্ন ওয়ারিয়র্স। এই অবস্থায় রোহনের কি আক্ষেপ হচ্ছে না? তিনিও হয়তো ভাবছেন জার্সি বদল ওই মুহূর্তে না করলে হয়তো চার বাঁচানো যেত। তাতে শেষ হাসি হাসতেও পারত টিম আবু ধাবি। তবে এ ধরনের ক্রিকেটে বিনোদনও থাকে। আপাতত এই ফুটেজ রোহনের জন্য ট্র্যাজেডি হলেও বিপক্ষ ও ক্রিকেটপ্রেমীদের জন্য কিন্তু হাসির খোরাক। শুধু ক্যাচ মিস নয়, জার্সি বদল (Jersey change) করতে গিয়েও ম্যাচ ফস্কাতে হলো যে!

বিরাট, রোহিতদের পিছনে ফেলে ধোনি গড়ছেন নয়া কীর্তিবিরাট, রোহিতদের পিছনে ফেলে ধোনি গড়ছেন নয়া কীর্তি

English summary
Fielder unable to stop boundary while changing jersey in Abu Dhabi T-10 match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X