For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আইপিএল নিলামের আগে ভারত-শ্রীলঙ্কা সিরিজ হলে শনকাকে কেনার টাকা থাকত না ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে'

'আইপিএল নিলামের আগে ভারত-শ্রীলঙ্কা সিরিজ হলে শনকাকে কেনার টাকা থাকত না ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে'

Google Oneindia Bengali News

ভারত সফরে দুর্ধর্ষ ছন্দে রয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দসুন শনকা। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে পুনেতে শ্রীলঙ্কার ১৬ রানে জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর দাপুটে পারফরম্যান্সের। গৌতম গম্ভীর মনে করেন, ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ যদি আইপিএল নিলামের আগে হতো তা হলে দসুন শনকাকে কেনার জন্য মরিয়া লড়াই হতো ফ্র্যাঞ্জাইজিগুলির মধ্যে।

নিলামের সময়ে ভারত-শ্রীলঙ্কা সিরিজ হলে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে শনকাকে কেনার টাকা থাকত না:

নিলামের সময়ে ভারত-শ্রীলঙ্কা সিরিজ হলে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে শনকাকে কেনার টাকা থাকত না:

বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্রিকেটার গৌতম গম্ভীর জানিয়েছেন, এই সময়ে যদি আইপিএল-এর নিলাম হতো তা হলে অন্যতম আকর্ষণ হতে দসুন শনকা। তিনি মনে করেন আইপিএল নিলামের সময়ে যদি ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ আয়োজিত হতো তা হলে বেশ ভাল মতো অর্থ উপার্জন করতে পারতেন শনকা। তিনি বলেছেন, "আমার কাছে টাকা থাকত না ওকে নেওয়ার, এতটাই দাম উঠতো ওর, যে ভাবে ও ব্যাটিং করেছে। এখানেই নিলামের বৈশিষ্ট্য। কল্পনা করুন যদি নিলামের ঠিক আগে এই সিরিজটা হতো, কিছু ফ্র্যাঞ্চাইজির কাছে টাকা থাকত না ওকে কেনার জন্য।"

ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজে শ্রীলঙ্কাকে টিকিয়ে রেখেছেন শনকা:

ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজে শ্রীলঙ্কাকে টিকিয়ে রেখেছেন শনকা:

ওয়ংখেড়েতে ২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে পুনেতে জিতলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিত ভারত। কিন্তু ভারতের জয়ের ছন্দে ব্যাঘাত করে শ্রীলঙ্কাকে ১৬ রানের দুর্ধর্ষ জয় এনে দেয় দসুন শনকার পারফরম্যান্স। ব্যাট হাতে ২২ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২টি চার এবং ৬টি ছয় দিয়ে ইনিংস সাজিয়েছিলেন শনকা। বল হাতে ১ ওভারে ৪ রান খরচ করে তুলে নেন ২ উইকেট।

আইপিএল ২০২৩-এর নিলামে অলরাউন্ডারদের দর উঠেছে মারাত্মক:

আইপিএল ২০২৩-এর নিলামে অলরাউন্ডারদের দর উঠেছে মারাত্মক:

আইপিএল ২০২৩-এর জন্য আয়োজিত মিনি নিলামে আকাশ ছোঁয়া দর পেয়েছেন অলরাউন্ডাররা। স্যাম কারান, ক্যামেরুন গ্রিন, বেন স্টোকসের মতো তারকারা কোটি কোটি টাকা এই নিলাম থেকে অর্জন করেছেন। এই নিলামে নাম দিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দসুন শনকাও। তাঁর ন্যূনতম মূল্য ৫০ লক্ষ টাকা থাকলেও কেউ তাঁকে দলে নেয়নি। এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের সর্বাধিক রান সংগ্রহকারী শনকা। দুই ম্যাচে ২০৬.১২ স্ট্রাইক রেটে ১০১ রান করেছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে শনকার পারফরম্যান্স:

আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে শনকার পারফরম্যান্স:

৩১ বছর বয়সী এই ক্রিকেটার শ্রীলঙ্কা হয়ে ৮৪টি টি ২০ ম্যাচে ১৩০৫ রান করেছেন এখনও। তাঁর গড় ২১.৩৯ এবং স্ট্রাইক রেট ১২১.৬২, সর্বোচ্চ রান ৭৪। ব্যাটিং অলরাউন্ডারটি বল হাতে ৮৪ ম্যাচে ২৩টি উইকেট সংগ্রহ করেছেন। ৮.০৪ ইকোনমি রেটে তাঁর সেরা বোলিং ফিগার ৩/১৬।

কবে আবারও ভারতের জার্সিতে মাঠে ফিরবেন রবীন্দ্র জাডেজা, বিসিসিআই না জানালেও সমর্থকদের ইঙ্গিত দিলেন অশ্বিনকবে আবারও ভারতের জার্সিতে মাঠে ফিরবেন রবীন্দ্র জাডেজা, বিসিসিআই না জানালেও সমর্থকদের ইঙ্গিত দিলেন অশ্বিন

English summary
Few franchises would not have enogh money if India-Sri Lanka series happed before IPL Auctin said Gautam Gambhir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X