For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে দ্রুততম শতরান রয়েছে কার? তালিকায় রয়েছেন আর কারা?

আইপিএলে দ্রুততম শতরান রয়েছে কার? তালিকায় রয়েছেন আর কারা?

  • |
Google Oneindia Bengali News

১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্ট ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। সেই উত্তাপের আঁচ নিয়ে দেখে নেওয়া যাক আইপিএলে দ্রুততম শতরান রয়েছে কোন ব্যাটসম্যানের নামের পাশে। তালিকায় আর কারা রয়েছেন, তাও এক নজরে দেখে নেওয়া যাক।

আইপিএলে দ্রুততম শতরান রয়েছে কার? তালিকায় রয়েছেন আর কারা?

ক্রিস গেইল
২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ঘরের মাঠে ৬৬ বলে ১৭৫ রানের অতিমানবিক ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। ওই ম্যাচে ৩০ বলে শতরান করে এই পর্বে পৌঁছনো দ্রুততম ব্যাটসম্যান হয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। সেই রেকর্ড এখনও অক্ষত।

ইউসুফ পাঠান
২০১০ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে ৩৭ বলে শতরান করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। সেটি আইপিএলের দ্বিতীয় দ্রুততম শতরান।

ডেভিড মিলার
২০১৩ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১০১ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটসম্যান ডেভিড মিলার। ওই ম্যাচে তিনি ৩৮ বলে শতরান করেছিলেন। তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন মিলার।

অ্যাডাম গিলক্রিস্ট
২০০৮ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডেকান চার্জার্সের হয়ে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয় কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। ৪২ বলে শতরান করেছিলেন গিলি। তিনি তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন।

আইপিএলে দ্রুততম শতরান রয়েছে কার? তালিকায় রয়েছেন আর কারা?

এবি ডিভিলিয়ার্স
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ৫২ বলে ১২৯ রানের ইনিংস খেলেছিলেন এবিডি। ৪৩ বলে শতরান করেছিলেন মিস্টার থ্রি-সিক্সটি ডিগ্রি।

English summary
Fastest IPL hundred and the others news in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X