For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ছেড়ে অন্য রাজ্যে খেলার প্রস্তুতি একঘরে হয়ে যাওয়া ভারতীয় ফাস্ট বোলারের

বাংলা ছেড়ে অন্য রাজ্যে খেলার প্রস্তুতি একঘরে হয়ে যাওয়া ভারতীয় ফাস্ট বোলারের

  • |
Google Oneindia Bengali News

রাগে-অভিমানে বাংলা থেকে তল্পি-তল্পা গুটিয়ে অন্য রাজ্যে গিয়ে ক্রিকেট খেলার প্রস্তুতি শুরু করে দিলেন ভারতীয় ফাস্ট বোলার অশোক দিন্দা। অভিযোগ, তিনি রাজনীতির শিকার। অন্য রাজ্যের হয়ে ভালো খেলে নিজের প্রতি হওয়া বঞ্চনার জবাব দিতে তিনি মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন বাংলা ক্রিকেটের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক।

অশোক দিন্দার আন্তর্জাতিক কেরিয়ার

অশোক দিন্দার আন্তর্জাতিক কেরিয়ার

ভারতের হয়ে ১৩টি ওয়ান ডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা অশোক দিন্দা দুই ফর্ম্যাটে যথাক্রমে ১২ ও ১৭টি উইকেট নিয়েছেন। ২০১৩ সালে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার মাঠে নামতে দেখা গিয়েছিল দিন্দাকে।

ঘরোয়া ক্রিকেটে দিন্দা

ঘরোয়া ক্রিকেটে দিন্দা

বাংলার হয়ে ১১৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা অশোক দিন্দা ৪২০টি উইকেট নিয়েছেন। কিংবদন্তি উৎপল চ্যাটার্জীর পর তিনিই বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক উইকেট নিয়েছেন।

দিন্দা বনাম রণদেব

দিন্দা বনাম রণদেব

অভিযোগ, বাংলার প্রাক্তন ফাস্ট বোলার তথা বর্তমান বোলিং কোচ রণদেব বসুকে প্রকাশ্যেই হেনস্থা করেছিলেন অশোক দিন্দা। তা নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র কড়া বার্তা সত্ত্বেও এ ব্যাপারে ক্ষমা চাইতে রাজি হননি দিন্দা। আর এর জন্যই তাঁকে রাজনীতির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতীয় ফাস্ট বোলার। উল্লেখ্য শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত মরশুমের অধিকাংশ রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে দেওয়া হয়নি অশোক দিন্দাকে।

অন্য রাজ্যের পথে দিন্দা

অন্য রাজ্যের পথে দিন্দা

বাংলা ক্রিকেট দলের সঙ্গে যে সাপোর্ট স্টাফরা যুক্ত রয়েছেন, তাঁদের সঙ্গে তিনি আর কাজ করতে চান না বলে জানিয়েছেন অশোক দিন্দা। অন্য বেশ কয়েকটি রাজ্যের ক্রিকেট দলের সঙ্গে তাঁর কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন এই ফাস্ট বোলার। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র তরফে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেলে খুব শীঘ্র তিনি অন্য রাজ্যে পাড়ি দেবেন বলে জানিয়েছেন অশোক দিন্দা।

সুশান্তের উদাহরণ টানলেন দিন্দা

সুশান্তের উদাহরণ টানলেন দিন্দা

নিজের অবস্থার কথা বোঝাতে গিয়ে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বঞ্চনার প্রসঙ্গ তুলেছেন অশোক দিন্দা। বলেছেন, ঠিক একই পরিস্থিতির মধ্যে দিয়ে তাঁকেও যেতে হচ্ছে। তবে তিনি মানসিকভাবে অনেক শক্ত বলে দাবি করেছেন বাংলার ফাস্ট বোলার।

যোগ দিবস উদযাপনে সামিল সচিন থেকে বীরু, গম্ভীর থেকে লক্ষ্মণ সহ ক্রীড়া মহলযোগ দিবস উদযাপনে সামিল সচিন থেকে বীরু, গম্ভীর থেকে লক্ষ্মণ সহ ক্রীড়া মহল

English summary
Fast bowler Ashok Dinda looks for new team as Bengal sidelined him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X