For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আটকাবেন সৌরভ, দাদার ৪৮তম জন্মদিনে আসছে 'মহারাজ মাস্ক'

করোনা আটকাবেন সৌরভ, দাদার ৪৮তম জন্মদিনে আসছে 'মহারাজ মাস্ক'

  • |
Google Oneindia Bengali News

করোনা মাস্কে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী সপ্তাহে ৮ জুলাই দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রসিডেন্টের জন্মদিন। ৪৮ তম বর্ষে পা দেবেন সৌরভ। এবছর করোনা ভাইরাসের উদ্বেগের মাঝে একটু অন্যভাবে মহারাজের জন্মদিন উদযাপনের বিশেষ উদ্যোগ নিল 'মহারাজের দরবারে' ফ্যানস ক্লাব।

দাদা ভক্তদের বিশেষ উদ্যোগ

দাদা ভক্তদের বিশেষ উদ্যোগ

সৌরভের ছবি দেওয়া মাস্ক উদ্বোধন করতে চলেছে দাদা ভক্তরা। সৌরভের জন্মদিনের দিনই বিশেষ মাস্কের উদ্বোধন করা হবে। ইতিমধ্যে সেই নিয়ে ফ্যানেদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

করোনা রুখতে মাস্ক অতিআবশ্যক

করোনা রুখতে মাস্ক অতিআবশ্যক

করোনা সংকটে নিউ নর্মালে মাস্ক বাধ্যতামূলক। রাস্তায় বেরোলে মুখ মাস্ক, হাত পরিষ্কার রাখতে হ্যান্ড স্যানিটাইজার ও করোনা থেকে বাঁচতে দূরত্ব বজার রেখে সোশ্যাল ডিসটেন্ট মেনে চলার পরমর্শ ডাক্তারদের। করোনার সঙ্গে ইতিমধ্যে প্রায় ছয় মাস হয়ে গিয়েছে। আগামী সময়ে ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত এভাবেই নিউ নর্মাল সিস্টেমে সচেতন থেকে করোনা রুখে আনলক পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রার ফেরার বার্তা দিচ্ছে প্রশাসন।

মাস্কের মধ্যে দিয়ে সৌরভকে কুর্ণিশ ফ্যানেদের

মাস্কের মধ্যে দিয়ে সৌরভকে কুর্ণিশ ফ্যানেদের

'মহারাজের দরবারে' ফ্যানস ক্লাবের উদ্যোগে তৈরি করা মাস্ক প্রসঙ্গে সমর্থকরা জানিয়েছেন, দাদার জন্মদিনে এভাবেই সৌরভকে তারা কুর্ণিশ জানাতে চলেছেন। করোনা যুদ্ধে দেশের প্রাক্তন অধিনায়ক যেভাবে সাধারণ মানুষের পাশে থেকেছেন, করোনা যোদ্ধা হিসেবে সৌরভকে এভাবেই ফ্যানেরা সম্মান জানাতে চান।

করোনায় সৌরভের সাহায্য

করোনায় সৌরভের সাহায্য

প্রসঙ্গত দেশের করোনা সংকটে সৌরভের বিসিসিআই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দান করেছে। রাজ্যে করোনার সময় দরিদ্র মানুষদের মুখে অন্ন তুলে দিতে ৫০ লক্ষ টাকার চাল বিতরণ করেন মহারাজ। এছাড়া বেলুড় মঠে করোনায় সময় ২০০০ কেজি চাল দান ও ইসকন মন্দিরের সঙ্গে যৌথ উদ্যোগ ভোগ রান্নার মাধ্যমে অন্ন দানের উদ্যোগ নিয়েছিলেন মহারাজ।

সৌরভের হাতেও তুলে দেওয়া হবে মাস্ক

সৌরভের হাতেও তুলে দেওয়া হবে মাস্ক

জন্মদিনে সামাজিক দূরত্ব মেনে 'মহারাজের দরবারে' ফ্যানস ক্লাবের সদস্যের তরফ থেকে বাড়ি গিয়ে সৌরভের হাতে এই মাস্ক তুলে দেওয়া হবে। এরপর ফ্যানস ক্লাব গরিব ও দুঃস্থ মানুষদের মধ্যে এই মাস্ক বিলি করবে।

মাস্কের দুই দিকে, দুই সৌরভ!

মাস্কের দুই দিকে, দুই সৌরভ!

মাস্কের দুই দিকে সৌরভের দুই অভিষেকের ছবি রাখা হয়েছে।মাস্কের একদিকে ১৯৯৬ সালের ভারতীয় জার্সিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টেস্ট অভিষেকের সময়ের ছবি থাকছে। অন্যদিকে ২০১৯ সালে সৌরভের বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হওয়ার ছবি থাকছে।

পজিটিভ, নেগেটিভ! করোনা রিপোর্ট নিয়ে নাটকের পর হাফিজ কি ইংল্যান্ড যাচ্ছেন?পজিটিভ, নেগেটিভ! করোনা রিপোর্ট নিয়ে নাটকের পর হাফিজ কি ইংল্যান্ড যাচ্ছেন?

English summary
Fans to celebrate Sourav ganguly's 48th birthday with Sourav Corona mask
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X