For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: অনবদ্য কুলদীপের পাশে দাঁড়িয়ে দিল্লি ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ট্রোলিংয়ের মুখে কেকেআর

IPL 2022: অনবদ্য কুলদীপের পাশে দাঁড়িয়ে দিল্লি ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ট্রোলিংয়ের মুখে কেকেআর

Google Oneindia Bengali News

কুলদীপ যাদেবর স্বপ্নের স্পেল রবিবার এক রাশ লজ্জা উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে এবং তাঁর এই পারফরম্যান্স একই সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে কী ভাবে এক প্রতিভাবে শেষ করে দিতে বসেছিল নাইটরা।

IPL 2022: অনবদ্য কুলদীপের পাশে দাঁড়িয়ে দিল্লি ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ট্রোলিংয়ের মুখে কেকেআর

আইপিএল-এর শুরু থেকেই কলকাতার বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে ছিলেন কুলদীপ। অনেক অপমানের জবাব দেওয়ার ছিল, মিলিয়ে নেওয়ার ছিল বিভিন্ন হিসেব। চার ওভার বোলিং করে মাত্র ৩৫ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন কুলদীপ। এই ম্যাচে কুলদীপের শিকার কেকেআর-এর অধিনায়ক শ্রেয়স আইয়ার, গত ম্যাচে বিস্ফোরত ইনিংস খেলে কে এল রাহুলের সঙ্গে আইপিএল ইতিহাসে যৌথ ভাবে দ্রততম অর্ধ শতরান করা প্যাট কামিন্স, সুনীল নারিন এবং উমেশ যাদব। কেকেআর-এর মেকুদণ্ডটাই এই ম্যাচে গুঁড়িয়ে দেন কুলদীপ।

মূলত তাঁর বোলিং-এর উপর ভর করেই এই ম্যাচে নাইটদের ৪৪ রানে পরাজিত করে দিল্লি ক্যাপিটলস। দুর্ধর্ষ বোলিং-এর পাশাপাশি কুলদীপের ফিল্ডিংয়ের স্তরও ছিল প্রশংসনীয়। উমেশ যাদবকে আউট করার ক্ষেত্রে সামনের দিকে নিজেকে ছুঁড়ে দিয়ে বিশ্ব মানে ক্যাচ নেন যাদব। দিল্লির জার্সিতে কুলদীপের এই পারফরম্যান্স দেখে অভিভূত ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক মজার মিমে কুলদীপের পাশে থেকে কেকেআর-কে ট্রোল করেছেন সাধারণ মানুষ। এই তালিকায় নাম রয়েছে ওয়াসিম জাফরেরও।

IPL 2022: অনবদ্য কুলদীপের পাশে দাঁড়িয়ে দিল্লি ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ট্রোলিংয়ের মুখে কেকেআর

টুইটে ভিকি কৌশলের একটি ছবি শেয়ার করেছেন জাফর যার উপরে লেখা একটি গানের লাইন। ক্যাপশনে জাফর লেখেন কেকেআর-কে এই কথাটাই আজ বললেন কুলদীপ যাদব।

এর আগে কুলদীপ যাদবের সঙ্গে কেকেআর-এর দুর্ব্যাবহারের জন্য নাইট ম্যানেজমেন্টের বিরুদ্ধে মুখ খুলেছিলেন মহম্মদ কাইফ। দিল্লির প্রথম ম্যাচের পর অক্ষর প্যাটেল কুলদীপের প্রশংসা করে একহাত নিয়েছিলেন কেকেআর-কে। কুলদীপ যাদবের কোচ জানিয়েছিলেন, ভৃত্যের মতো ব্যবহার করা হতো কুলদীপের সঙ্গে কলকাতার ক্যাম্পে।

কুলদীপ ছাড়া কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভাল পারফরম্যানস করেছেন দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ। ডেভিড এ দিন ৬১ রানের ইনিংস খেলেন। তরুণ বিস্ফোরক ব্যাটসম্যান পৃথ্বীর ব্যাট থেকে আসে ৫১ রান। বল হাতে কুলদীপকে এই ম্যাচে সঙ্গ দিয়েছেন খালিল আহমেদ। তিনটি উইকেট শিকার এই ম্যাচে পেয়েছেন বাম হাতি এই পেসার।

English summary
Kuldeep Yadav smashing the team who ruined 2 years of his career. From being destroyed by KKR to destroying KKR. Fans praise Kuldeep and Trolled KKR.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X