For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামাজিক মাধ্যমে রাহুল ত্রিপাঠীর অসাধারণ ক্যাচের ভূয়োসী প্রশংসায় ভারতীয় সমর্থকেরা, টুইট পাঞ্জাব কিংসেরও

সামাজিক মাধ্যমে রাহুল ত্রিপাঠীর অসাধারণ ক্যাচের ভূয়োসী প্রশংসায় ভারতীয় সমর্থকেরা, টুইট পাঞ্জাব কিংসেরও

Google Oneindia Bengali News

ভারতের জার্সিতে টি ২০ ক্রিকেটে বৃহস্পতিবার অভিষেক হয়েছে রাহুল ত্রিপাঠীর। চোট পেয়ে সঞ্জু স্যামসন ছিটকে যাওয়ার ফলে ভারতীয় দলের দরজা হঠাৎ করেই খুলে যায় তাঁর সামনে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের জার্সিতে শুরুটা স্মরণীয় না হয়ে থাকলেও রাহুল ত্রিপাঠীর ফিল্ডিং এই ম্যাচে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। এ দিন ত্রিপাঠীর হাতে ভারতীয় দলের ক্যাপ তুলে দেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।

রাহুলের ক্যাচ:

শ্রীলঙ্কার ওপেনার পথুম নিসঙ্ককে আউট করার সময়ে বাউন্ডারির কাছে দৌড়ে দুর্ধর্ষ একটি ক্যাচ নেন রাহুল। অক্ষর প্যাটেলের বলে ১২ তম ওভারে এই ক্যাচের সৌজন্যেই ভয়ঙ্কর হয়ে ওঠা শ্রীলঙ্কার ওপেনিং পার্টনারশিপ ভাঙতে সমর্থ হয় ভারত। শুধু দুর্ধর্ষ ভাবে ক্যাচ নেওয়াই নয়, ক্যাচ নিয়ে বাইন্ডারি পাশে পড়লেও যাতে তাঁর শরীর বাউন্ডারি লাইন স্পর্শ না করে তার কৌশলও দেখা গিয়েছে এই ক্যাচে। এই ক্যাচ যতটা কঠিন ছিল ততটাই দৃষ্টি নন্দন। ভারতীয় দলের সমর্থকেরা এই ক্যাচের জন্য ভূয়োসী প্রশংসা করেন রাহুল ত্রিপাঠীর।

সমর্থকদের বন্দনা:

এক সমর্থক লিখেছেন, "দারুণ ক্যাচ নিলেন রাহুল ত্রিপাঠী, অনবদ্য।" সত্যিই কঠিন এবং দৃষ্টি নন্দন ক্যাচ নেন তিনি। রাহুল ত্রিপাঠী বরাবরই পরিচিত দক্ষ ফিল্ডার হিসেবে। আইপিএল-এও তা দেখা গিয়েছে।

টুইট পাঞ্জাব কিংসের:

রাহুল ত্রিপাঠীর অসাধারণ এই ক্যাচের পর টুইট করা হয়েছে আইপিএল-এর দল পাঞ্জাব কিংসের পক্ষ থেকে। তাঁর প্রশংসা করে সেই টুইটে লেখা হয়েছে, "আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্যাচ নিলেন রাহুল ত্রিপাঠী, অসাধারণ ক্যাচ।"

সমাজিক মাধ্যমে রহাুলের ক্যাচ নিয়ে রীতি মতো প্রশংসায় ভারতীয় সমর্থকেরা:

এক সমর্থক টুইট করে লিখেছেন, "বাউন্ডারিতে ভাল ক্যাচ নিয়েছেন রাহুল ত্রিপাঠী। নিসাঙ্ককে তুলে নিলেন অক্ষর। দিনের প্রথম মুহূর্ত রাহুলের জন্য।" এই রকম অসংখ্য টুইট ঘুরে বেড়াচ্ছে সমাজিক মাধ্যমে যেখানে রাহুলের এই ক্যাচের বন্দনা করা হয়েছে।

ব্যাট হাতে অভিষেক ম্যাচে রান পাননি রাহুল:

ব্যাট হাতে অভিষেক ম্যাচে রান পাননি রাহুল:

রাহুল ত্রিপাঠী ফিল্ডিংয়ের সময়ে তাঁর দক্ষতার নজির রাখলেও ব্যাট হাতে নিজের অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখতে পারেননি। শ্রীলঙ্কার দেওয়া ২০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে বড় ইনিংস খেলার প্রয়োজন ছিল ভারতীয় ব্যাটসম্যানদের। ঈশান কিষান, শুভমন গিলের মতো দলের প্রয়োজনের দিনে ব্যর্থ হয়েছেন রাহুল ত্রিপাঠী। ৫ বলে ৫ রান করে তিনি আউট হন। একটি বাউন্ডারি এসেছিল তাঁর ব্যাট থেকে। দিলশান মধুশঙ্কের বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন।

ইউরোপের তাবড় তাবড় ক্লাব চেষ্টা করেও সই করাতে পারেনি তাঁকে, গোপন কথা জানালেন রোনাল্ডোইউরোপের তাবড় তাবড় ক্লাব চেষ্টা করেও সই করাতে পারেনি তাঁকে, গোপন কথা জানালেন রোনাল্ডো

English summary
Fans praise brilliant catch taken by Rahul Tripathi near boundary line.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X