For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আড়াই ঘণ্টা দেরিতে শুরু খেলা, খারাপ ড্রেনেজ সিস্টেমের কারণে বিসিসিআই-এর উপর ক্ষোভ উগরে দিলেন সমর্থকেরা

আড়াই ঘণ্টা দেরিতে শুরু খেলা, খারাপ ড্রেনেজ সিস্টেমের কারণে বিসিসিআই-এর উপর ক্ষোভ উগরে দিলেন সমর্থকেরা

Google Oneindia Bengali News

দীর্ঘ আড়াই ঘণ্টা অপেক্ষার পর নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে বল গড়ায় ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি-২০ ম্যাচের। ভেজা আউট ফিল্ডের কারণে আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয় সমর্থকদের। শুধু তাই নয়, উভয় ইনিংসে ২০ ওভারের ম্যাচ দেখা থেকেও বঞ্চিত হন তাঁরা। দেরিতে শুরু হওয়ায় প্রতি ইনিংসে ওভার কেম দাঁড়ায় আট। পুরো ৪০ ওভারের ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে হওয়ায় বিসিসিআই-এর উপর ক্ষোভ উগড়ে দিলেন সমর্থকরা।

আড়াই ঘণ্টা দেরিতে শুরু খেলা, খারাপ ড্রেনেজ সিস্টেমের কারণে বিসিসিআই-এর উপর ক্ষোভ উগরে দিলেন সমর্থকেরা

এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭'টায় এবং এর টস হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ৬'টায়। সেখানে রাত ৯:১৫ মিনিটে হয় টস এবং প্রথম বল গড়ায় ৯:৩০ মিনিটে। তবে, ভাল বিষয় হল স্লো ওভার রেটের জন্য কোনও দলকেই শাস্তি ভোগ করতে হবে না। ভারতীয় দল এই ম্যাচে দু'টি পরিবর্তন এনেছে। উমেশ যাদবের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন জসপ্রীত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমারের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন ঋষভ পন্থ।

এ দিন বিসিসিআই-এর সমালোচনা করে এক সমর্থক টুইটারে লিখেছেন, "এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি... ধনীতম ক্রিকেট বোর্ডে খারাপ ড্রেনেজ সিস্টেম।"

অপর এক সমর্থক লেখেন, "এত টাকা রয়েছে তবুও একটা সঠিক ড্রেনেজ সিস্টেম নেই। নিশ্চিত নই যে ভারতীয় ক্রিকেট গাঙ্গুলির অধীনে ঠিক দিকে এগচ্ছে কি না।"

আর এক সমর্থক লিখেছেন, "আপনারা এত টাকা রোজগার করেন, সুপার সপার না থাকলেও অন্তত প্রতিটা আন্তর্জাতিক স্টেডিয়ামকে ফুল কভার করার সুবিধা তো থাকা উচিৎ। পুরো মাঠ যদি কভার করা থাকতো তা হলে আউট ফিল্ড এতক্ষনে সহজেই শুকিয়ে যেত।"

অপর এক সমর্থক লিখেছেন, "শুধু নামেই ধনী বোর্ড, সুবিধা কোনও কিছুই নেই।"

বিসিসিআই-কে এর জন্য দায়ী করা হলেও বিসিসিআই স্থির করে না কোন মাঠে কী ধরনের সুবিধা থাকবে। বিসিসিআই প্রতিটা স্বীকৃত রাজ্য সংস্থাকে আর্থিক সাহায্য করে পরিকাঠামো উন্নতি এবং অন্যান্য বিষয়ের জন্য। এগুলি প্রতিটা রাজ্য সংস্থার দায়িত্ব কী ভাবে সে তাদের আন্তর্জাতিক স্টেডিয়ামের সুযোগ-সুবিধা বৃ্দ্ধি। স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ করে রাজ্য সংস্থাগুলিই এবং এর জন্য তাদের আর্থিক সহযোগীতা করা হয় বিসিসিআই-এর পক্ষ থেকে।

English summary
Fans lash out at BCCI for the delay in IND vs AUS second T20I match due to poor drainage system.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X