For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশ সফরে ভারতের দল নির্বাচনে জাতপাতের অভিযোগ! সোশ্যাল মিডিয়ায় সমালোচিত বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

ভারত ডিসেম্বরে বাংলাদেশে তিনটি একদিনের আন্তর্জাতিক ও দুটি টেস্ট ম্য়াচ খেলবে। গতকাল রাতে বিসিসিআই জানিয়েছে, রবীন্দ্র জাদেজা ও যশ দয়াল ফিটনেস সমস্যার জেরে ওডিআই সিরিজে খেলতে পারবেন না। তাঁদের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে শাহবাজ আহমেদ ও কুলদীপ সেনকে। ভারতের একদিনের দল নির্বাচন জাতপাত দেখে হচ্ছে, উঠেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ।

ভারতের দল নির্বাচনে জাতপাতের অভিযোগ

বিভিন্ন সংবাদমাধ্যমে কলাম লেখা দিলীপ মণ্ডল এই বিষয়ে সরব হয়েছেন। সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসনকে এই দলে না দেখেই তিনি জাতপাতের ভিত্তিতে দল নির্বাচনের অভিযোগ তুলে একের পর এক টুইট করেছেন। যার জেরে Casteist হ্যাশট্যাগ ভাইরাল হয়েছে, টুইটারে তা ট্রেন্ডিং হয়ে যায়। দিলীপ মণ্ডল অভিযোগ করেছেন, জাতপাতের ভিত্তিতে ভারতের দল নির্বাচনের এই ধারা কয়েক দশক ধরে চলে আসছে। ব্রাহ্মণদের বেশি সুযোগ দেওয়া হয়। পিছিয়ে থাকা জাতি বা সম্প্রদায়ের মানুষকে সুযোগ দেওয়া হয় না। বিসিসিআয়ের এ জন্য লজ্জিত হওয়া উচিত। একইসঙ্গে সঞ্জু স্যামসনের প্রতিও বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি।

সূর্য ও সঞ্জুকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

সূর্যকুমার যাদবের সাক্ষাৎকারের অংশ তুলে ধরে তিনি আরও জানান, যেখানে সূর্য নিজে খেলতে চাইছেন সেখানে তাঁকে কেন বিশ্রাম দেওয়ার কথা বলছে বিসিসিআই? একে সূর্যকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে দেরিতে। তারপরও তিনি সেরা ছন্দে থাকা সত্ত্বেও টেস্ট দলে নেওয়া হচ্ছে না, এর পিছনেও জাতপাত ও চক্রান্ত রয়েছে বলে অভিমত দিলীপ মণ্ডলের। রাজীব শুক্লা, জয় শাহ, রবি শাস্ত্রী, অনুরাগ ঠাকুরদের কাঠগড়ায় তুলে তিনি দাবি করেন, বিসিসিআই অর্থ উপার্জনের জায়গা হয়েছে। সেরা দল গড়া গেলে দেশের সম্মান বাড়ত। তা না করে জাতিবিদ্বেষী মনোভাব নিয়ে এগোচ্ছে। রবি শাস্ত্রী ও রোহিত শর্মাকেই জাতপাত প্রশ্রয় দেওয়ার জন্য ভিলেন হিসেবে চিহ্নিত করেছেন তিনি।

সরব জনপ্রতিনিধিরাও

বিহার আরজেডির মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক শক্তি সিং যাদবের দাবি, বিসিসিঅই জাতপাত দেখেই ৫-৬ জন ক্রিকেটারকে খেলাচ্ছে। আর নানা অজুহাতে অনেক ক্রিকেটারকে বাদ দিচ্ছেন। ব্রাহ্মণ ও রাজপুতদের প্রাধান্য দেওয়ার অভিযোগও উঠেছে দল নির্বাচনের ক্ষেত্রে। ভাগলপুরের প্রাক্তন আরজেডি সাংসদ শৈলেশ কুমার মণ্ডল টুইটে লেখেন, রাজীব শুক্লা, জয় শাহ, অনুরাগ ঠাকুর যাঁরা ক্রিকেটের C জানেন না, তাঁরা কীভাবে ক্রিকেট প্রশাসন চালাবেন? বিসিসিআই পুঁজিপতি ও জাতিবিদ্বেষের গড় হয়ে উঠেছে।

সমালোচনায় বিদ্ধ বিসিসিআই

ঘরোয়া ক্রিকেটে, এমনকী ভারতের দলে সুযোগ পেয়ে সফল হলেও সঞ্জু স্যামসনকে বসিয়ে রাখা হয় যে কোনও সময়। দলে নিয়ে বসিয়ে রাখার জন্য টিম ম্যানেজমেন্ট বারবার সমালোচিত হচ্ছে। তার মধ্য তাঁকে বাংলাদেশ সফরের দলে না দেখে জাতপাতের অভিযোগকে ঘিরে নয়া মাত্রা যোগ হয়েছে। ভারতীয়দের আবেগ নিয়ে ছেলেখেলা করা এবং জাতিবিদ্বেষী মনোভাব নিয়ে চলা বিসিসিআইকে বরখাস্ত করার দাবিও উঠেছে। ছত্তীসগঢ়ের বিধায়ক চন্দ্রদেব রাইও দাবি করেছেন, সূর্যকে বাংলাদেশ সফরের দলে না রাখা বিসিসিআইয়ের জাতিবিদ্বেষী রূপকেই প্রকট করেছে। এটা শোধরানো জরুরি।

ফিফা বিশ্বকাপে বেলজিয়াম ও জার্মানির প্রতিবাদ, কী এই 'ওয়ান লাভ' আর্মব্যান্ড?ফিফা বিশ্বকাপে বেলজিয়াম ও জার্মানির প্রতিবাদ, কী এই 'ওয়ান লাভ' আর্মব্যান্ড?

English summary
Fans Blame BCCI As Casteist After The Announcement Of Indian ODI Squad For Bangladesh Tour. Suryakumar Yadav And Sanju Samson Has Not Been Included In That Team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X