For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোয়াটসঅ্যাপে ছড়াল আইপিএল ২০২০-র সূচি! পিডিএফ সূচি কি সত্যিই আসল?

হোয়াটসঅ্যাপে ছড়াল আইপিএল ২০২০-র সূচি! পিডিএফের সত্যতা নিয়ে প্রশ্ন

  • |
Google Oneindia Bengali News

করোনা সংকট কাটিয়ে বিদেশের মাটিতে হতে চলেছে আইপিএল। ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাব ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন দেশে গড়ে প্রায় নতুন করে ৪০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। দেশে মোট আক্রান্ত এখন ১৩ লক্ষের বেশি। এই পরিস্থিতিতে আগামী দিনে ভারতে মিলিয়ন ডলার লিগ করা অসম্ভব। তাই এবছর লিগ এবার আরব আমিরশাহীতে হতে চলেছে। ১৯ সেপ্টম্বর থেকে লিগ শুরু বলে বোর্ড সূত্রে খবর। বিসিসিআইয়ের পক্ষ থেকে লিগ শুরুর দিন নিয়ে সরকারিভাবে দিনক্ষণ ঘোষণা করা না হলেও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু বলে জানিয়েছেন। এবছর ৫১ দিনের লিগ হতে চলেছে বলে তিনি আরও জানান। এরপরই সোশ্যাল মিডিয়ায় আইপিএলের পিডিএফ সূচি ভাইরাল!

হোয়াটসঅ্যাপে ছড়াল আইপিএল সূচি

হোয়াটসঅ্যাপে ছড়াল আইপিএল সূচি

এদিন জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ১৩ তম আইপিএলের সূচির একটি পিডিএফ ভাইরাল হয়েছে। ২৯ মার্চ থেকে লিগ শুরুর কথা ছিল। করোনা ধাক্কায় সেই লিগ শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকে। যারপর ১৯ সেপ্টেম্বর লিগ শুরু হচ্ছে বলে ইঙ্গিত।

ভাইরাল পিডিএফতে লিগ শুরুর দিন ও ফাইনাল দিনের সঠিক উল্লেখ

ভাইরাল পিডিএফতে লিগ শুরুর দিন ও ফাইনাল দিনের সঠিক উল্লেখ

প্রসঙ্গত ভাইরাল হওয়া পিডিএফ সূচিতে আইপিএল শুরুর সঠিক দিনের উল্লেখ করেছে। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল ১৯ সেপ্টেম্বর লিগ শুরুর জল্পনাতে শিলোমোহর দিয়েছেন। পিডিএফ সূচিতেও আইপিএল ১৯ জুলাই শুরু হচ্ছে উল্লেখ রয়েছে। সেই সঙ্গে ৫১ দিন পর ৮ নভেম্বর আইপিএল ফাইনাল বলেও পিডিএফ কপিতে উল্লেখ রয়েছে।

পিডিএফ সূচির সত্যতা নিয়ে প্রশ্ন

পিডিএফ সূচির সত্যতা নিয়ে প্রশ্ন

প্রাথমিকভাবে ফ্যানেদের হোয়টসঅ্যাপে পিডিএফ সূচিটি ছড়িয়ে পড়লে অনেকেই সেটি আসল বলে ধরে নিয়েছিলেন। কিন্তু আইপিএল কমিটি বা বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারিভাবে এখনও লিগ শুরুর দিনক্ষণ বা সূচি নিয়ে কোনও তথ্য জানানো হয়নি। ফলে এই পিডিএফ সূচির সত্যতার কোনও প্রমাণ নেই। পরে পিডিএফ সূচিটি পুরোটাই ফেক বলে জানা যায়।

সময়ের ভুল উল্লেখ

সময়ের ভুল উল্লেখ

ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। ৪টের পরিবর্তে দুপুর ৩.৩০ মিনিট ও সন্ধ্যে আটটার পরিবর্তে ম্যাচগুলি ৭.৩০ মিনিট থেকে হবে। সেখানে ভাইরাল পিএডএফ সূচিতে ম্যাচ ৪টে ও ৮টায় হবে বলে ভুল উল্লেখ রয়েছে।

English summary
Fake IPL 2020 Schedule in PDF Goes Viral on WhatsApp: BCCI Yet to Announce Time Table for Upcoming league
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X