For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC T20 WC: দক্ষিণ আফ্রিকা টি ২০ বিশ্বকাপ খেলবে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারকে ছাড়াই

  • |
Google Oneindia Bengali News

আগামী মাসে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। এই দলে আইপিএলের সর্বকালের দামি ক্রিকেটার ক্রিস মরিসের যেমন ঠাঁই হয়নি, তেমনই সুযোগ পাননি ফাফ দু প্লেসি, ইমরান তাহিরের মতো তারকারা। আঙুলের চোট সারিয়ে তেম্বা বাভুমাই দেশকে টি ২০ বিশ্বকাপে নেতৃত্ব দিতে পারবেন বলে আশাবাদী প্রোটিয়াদের ক্রিকেট বোর্ডের কর্তারা।

দক্ষিণ আফ্রিকার টি ২০ বিশ্বকাপের দলে নেই অনেক তারকা

ক্রিস মরিসকে ১৬.২৫ কোটি টাকায় আইপিএলে রাজস্থান রয়্যালস নিয়েছে। আইপিএলের ইতিহাসে এটাই কোনও ক্রিকেটারের সর্বোচ্চ দর। আইপিএলে এখনও অবধি সঞ্জু স্যামসনের দলের হয়ে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মরিস। তবে ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে ৩৪ বছরের মরিসকে দক্ষিণ আফ্রিকার সাদা বলের ক্রিকেটে দেখা যায়নি। ৩৪ বছরের অলরাউন্ডার সম্প্রতি জানিয়েছিলেন ক্রিকেট সাউথ আফ্রিকার কারও সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পরিকল্পনা নিয়ে কোনও কথাই হয়নি। তাই প্রত্যাশিতভাবেই বিশ্বকাপের দলে নেই মরিস।

দক্ষিণ আফ্রিকার টি ২০ বিশ্বকাপের দলে নেই অনেক তারকা

একইভাবে ফাফ দু প্লেসিও গত ডিসেম্বরের পর দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের ক্রিকেট দলে ছিলেন না। তবে মরিসের মতো দু প্লেসিও এবারের আইপিএলের প্রথম পর্বে দুরন্ত ফর্মে ছিলেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক দু প্লেসি ফেব্রুয়ারিতে টেস্ট থেকে অবসর নিলেও সাদা-বলের ক্রিকেটে যে দেশের হয়ে খেলতে চান সে কথা জানিয়েছিলেন। তিনি টি ২০ বিশ্বকাপ খেলতেও মরিয়া ছিলেন। পাকিস্তান সুপার লিগে খেলার সময় কনকাসনের কারণে কয়েক মাসের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংসকে নেতৃত্ব দেওয়ার ফাঁকে এবারের সিপিএলে প্রথম শতরান করেন ঝোড়ো ব্যাটিং করে। তবে আইপিএল অভিযানে আসার আগে বিশ্বকাপের দল থেকে ছিটকে যাওয়া নিশ্চিতভাবেই তাঁকে হতাশ করবে।

দক্ষিণ আফ্রিকার টি ২০ বিশ্বকাপের দলে নেই অনেক তারকা

সংযুক্ত আরব আমিরশাহীর স্পিন সহায়ক উইকেটের কথা মাথা রেখেও বিশ্বকাপের দলে ইমরান তাহিরকে নেওয়া হয়নি। ২০১৯ বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নিলেও টি ২০ আন্তর্জাতিককে বিদায় জানানি। দেশের হয়ে বিশ্বকাপ খেলার লক্ষ্যে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টুর্নামেন্টেও দাপট সহকারেই খেলে আসছেন তাহির। কিন্তু তাঁকেও দলে নেওয়া হয়নি। দক্ষিণ আফ্রিকার ঘোষিত দলে রয়েছেন তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, বিয়ন ফর্টুইন, রিজা হেন্ডরিকস, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নর্টজে, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, তাবরেইজ শামসি, রাসি ভান ডার দুসেন। রিজার্ভ ক্রিকেটাররা হলেন জর্জ লিন্ডে, অ্যান্ডিল ফেহলাকওয়াইও, লিজাড উইলিয়ামস।

English summary
Faf du Plessis Imran Tahir Chris Morris Have Not Been Included In South Africa's T20 World Cup Squad. Temba Bavuma Is Expected To Recover In Time To Lead The Team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X