For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাসেলের পর দু প্লেসি, একের পর এক চোট ও কনকাশনে ত্রস্ত পাকিস্তান সুপার লিগ ও ক্রিকেট

রাসেলের পর দু প্লেসি, একের পর এক চোট ও কনকাশনে সন্ত্রস্ত পাকিস্তান সুপার লিগ

  • |
Google Oneindia Bengali News

চলতি ইউরো কাপে মাঠেই লুটিয়ে পড়া ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসনের স্বাস্থ্য মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের। তারই মধ্যে গুরুতর চোট আঘাতের তালিকা লম্বা করে ক্রিকেট মহলের উদ্বেগ বাড়িয়েছে পাকিস্তান সুপার লিগ। আন্দ্রে রাসেলের পর ম্যাচ চলাকালীন মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন ফ্যাফ দু প্লেসিও। তাঁর দ্রুত মাঠে ফেরার জন্য প্রহর গুনছেন ক্রিকেট প্রেমীরা।

রাসেলের পর দু প্লেসি, একের পর এক চোট ও কনকাশনে ত্রস্ত পাকিস্তান সুপার লিগ ও ক্রিকেট

শনিবার আবুধাবিতে পাকিস্তান প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হয়েছিল কোয়েতা গ্লাডিয়েটর্স। সেই ম্যাচেই ফিল্ডিং করার সময় সতীর্থ মহম্মদ হাসনাইনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে মাথায় চোট পান ফ্যাফ দু প্লেসি। আইসিসি-র নিয়ম অনুযায়ী তাঁকে মাঠ ছাড়তে বাধ্য হন। দু প্লেসির কনকাশন হিসেবে মাঠে নামেন সাইম আয়ুব। প্রোটিয়া ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে।

দু প্লেসির সহ-ক্রিকেটারদের বর্ণনা অনুযায়ী পিএসএলের ওই ম্যাচে ব্যাটসম্যান ডেভিড মিলারের মারা শট বাঁচানোর জন্য একই সঙ্গে ঝাঁপিয়েছিলেন লং অনে দাঁড়িয়ে থাকা ফ্যাফ দু প্লেসি ও লং অফের ফিল্ডার মহম্মদ হাসনাইন। দুই খেলোয়াড়ের কেউই নিজেদের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় সংঘর্ষ ঘটে বলে জানানো হয়েছে। দু প্লেসির মাথায় হাসনাইনের হাঁটুতে গিয়ে আঘাত করে। কয়েক মিনিটের জন্য মাঠেই পরে থাকেন প্রোটিয়া ক্রিকেটার। তাঁকে দেখতে চলে আসেন গ্লাডিয়েটর্সের ফিজিও। বেশ খানিকক্ষণ পর উঠে দাঁড়ান দু প্লেসি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চলতি পাকিস্তান সুপার লিগে দ্বিতীয় বারের জন্য কনকাশন সাবস্টিটিউটের প্রয়োজন পড়ল কোয়েতা গ্লাডিয়েটর্সের। এর আগে ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে ব্যাট করার সময় মহম্মদ মুসার বাউন্সার আন্দ্রে রাসেলের হেলমেটে আঘাত করেছিল। তখন পরিস্থিতি স্বাভাবিক বলে মনে হলেও ফিল্ডিং করার সময় অসুস্থ হয়ে পড়েন ক্যারিবিয়ান অল রাউন্ডার। তাঁকে সঙ্গে সঙ্গে স্ট্রেচারে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ফলে পেশোয়ার জালমির বিরুদ্ধে শনিবারের ম্যাচ খেলতে পারেননি রাসেল। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

English summary
Faf du Plessis concussed during collision while fielding in Pakistan Super League match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X