For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যকুমারে আস্থা নির্বাচকদের, ভারতীয় টেস্ট দলে ব্রাত্য সরফরাজ! সুযোগের মাপকাঠি নিয়ে প্রশ্ন, চরম অসন্তোষ

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেব্রুয়ারি-মার্চে চার টেস্টের সিরিজ খেলবে ভারত। বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতের দল ঘোষণা হয়েছে গতকাল রাতে। তারপরই শুরু চরম অসন্তোষ। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রমী, সকলেই চরম অসন্তোষ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। কোন যুক্তিতে সূর্যকুমার যাদবকে নেওয়া হলেও টেস্ট দলে সরফরাজ খানকে ব্রাত্য রাখা হচ্ছে? এই প্রশ্নই এখন জোরালো হয়েছে।

ব্রাত্য সরফরাজ

ব্রাত্য সরফরাজ

ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটেই দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে বারবারই জাতীয় দলের দরজায় কড়া নেড়েছেন মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খান। কিন্তু বছর পঁচিশের এই ক্রিকেটার সুযোগই পাচ্ছেন না ভারতীয় দলে। ২০২১-২২ মরশুমে রঞ্জিতে রানার-আপ হয়েছিল মুম্বই। সেবার সরফরাজ ৯৮২ রান করেঠিলেন, গড় ছিল ১২২.৭৫। চারটি শতরান ও ২টি অর্ধশতরান করেন। সর্বাধিক স্কোর ছিল ২৭৫।

দুরন্ত ফর্মে

এবারের রঞ্জি ট্রফিতে সরফরাজ ৪৩১ রান করেছেন, গড় ১০৭.৭৫, স্ট্রাইক রেট ৭০.৫৪। দুটি শতরান ও একটি হাফ সেঞ্চুরি পেয়েছেন। অন্ধ্রের বিরুদ্ধে ৫ রানে আউট হয়েছিলেন। এরপর হায়দরাবাদের বিরুদ্ধে সরফরাজ করেন অপরাজিত ১২৬, সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৭৫ ও ২০, তামিলনাড়ুর বিরুদ্ধে ১৬২ ও অপরাজিত ১৫। অসমের বিরুদ্ধে সরফরাজ অপরাজিত ছিলেন ২৮ রানে।

সূর্যর চেয়েও যোগ্য দাবিদার

২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর সরফরাজ ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৩৮০ রান করেছেন। ১২টি শতরান ও ৯টি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক স্কোর অপরাজিত ৩০১। ব্যাটিং গড় ৮০.৪৭। সেখানে সূর্যকুমার যাদব ২০১০ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ৭৯টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৫৫৪৯, সর্বাধিক স্কোর ২০০। ১৪টি শতরান ও ২৮টি অর্ধশতরান রয়েছে। ব্যাটিং গড় ৪৪.৭৫। টি ২০ আন্তর্জাতিকে সূর্যকুমার যাদব সফল হলেও অনেকেই মনে করছেন টেস্ট দলে ঢোকার বিষয়ে সূর্যর চেয়েও বড় দাবিদার সরফরাজই।

দল নির্বাচন ঘিরে বিতর্ক

ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইটে লিখেছেন, সরফরাজ জাতীয় দলে ঢোকার জন্য যা করেছেন তা ষথেষ্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের নিরিখে সরফরাজের জন্য ভারতীয় দলের দরজা না খোলার সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন। আকাশ চোপড়াও মনে করেন, টেস্ট দলে সুযোগ দেওয়া উচিত ছিল সরফরাজকে। এক ক্রিকেট ভক্ত তো সরাসরি লিখে দিয়েছেন, সঞ্জু স্যামসনের মতো সরফরাজেরও সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফ্যান ফলোয়িং নেই। তারই শিকার হলেন সরফরাজ। দলে ঢোকার জন্য যা দরকার তার চেয়ে বেশি কিছু করেও দুর্ভাগ্যের শিকার হলেন। তাঁকে সুযোগ না দেওয়াটা লজ্জার।

English summary
Experts And Fans Are Unhappy Over India's Test Team Selection For Ignoring Sarfaraz Khan. Suryakumar Yadav And Ishan Kishan Have Been Included In The Squad For The First Two Tests Against Australia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X