For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে ভারতের ভরাডুবির বিশ্লেষণে প্রাক্তনরা, রোহিতের উত্তরসূরী হিসেবে কাকে বাছলেন ভাজ্জি-সানি?

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাস্ত হয়েছে রোহিত শর্মার ভারত। বিশ্বের ১ নম্বর দলের এমন লজ্জাজনক হার মানতে পারছেন না অনেকেই। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া বাদে বেশিরভাগ ক্রিকেটারই নিজেদের চেনা ছন্দে ছিলেন না। দলগতভাবেও ধারাবাহিকতা দেখাতে পারেনি ভারত। বেশ কিছু সিদ্ধান্তের জন্যই এই ব্যর্থতা বলে উপলব্ধি প্রাক্তনদের।

ভাজ্জির পছন্দ

ভাজ্জির পছন্দ

এরই মধ্যে হরভজন সিং জানিয়ে দিলেন অবিলম্বে ভারতীয় টি ২০ দলে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা। নিউজিল্যান্ড সফরে ভারতকে টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। হেড কোচ হিসেবে থাকবেন ভিভিএস লক্ষ্মণ। হরভজন বলেন, ভারতের টি ২০ দলে আশিস নেহরার মতো এমন কাউকে হেড কোচ করা উচিত যিনি খুব বেশিদিন আগে অবসর নেননি। ভারতের পরবর্তী টি ২০ অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ডিয়াই যে তাঁর পছন্দ সে কথা জানিয়েছেন ভাজ্জি।

হার্দিকে সায় সানিরও

হার্দিকে সায় সানিরও

ভাজ্জি যে হার্দিককে অধিনায়ক করার কথা বলেছেন তাতে সায় রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরের। তিনি স্টার স্পোর্টসে বলেছেন, প্রথমবার অধিনায়ক হয়েই হার্দিক আইপিএল জিতিয়েছেন গুজরাত টাইটান্সকে। ফলে হার্দিককেই ভারতের পরবর্তী অধিনায়ক করা উচিত। কয়েকজন অবসর ঘোষণাও করতে পারেন। অনেকের বয়স ৩৫-এর কাছাকাছি। তাঁরা ভারতের হয়ে টি ২০ খেলবেন কিনা সেটা নিয়েই চিন্তা করবে। ফলে নিশ্চিতভাবেই হার্দিক ভারতের অধিনায়কত্ব পাবেন।

চাহালকে বসিয়ে রাখা ভুল

চলতি টি ২০ বিশ্বকাপে বিভিন্ন দলকে যেখানে লেগ স্পিনাররা জিতিয়েছেন সেখানে ভারত গোটা বিশ্বকাপেই বসিয়ে রাখল যুজবেন্দ্র চাহালকে। এই সিদ্ধান্তটিও ভারতের বিপর্যয়ের অন্যতম বড় ফ্যাক্টর বলে মনে করছেন অনেকেই। একটি টুইট শেয়ার করে সহমত পোষণ করেছেন হরভজনও। ভেঙ্কটেশ প্রসাদ টুইটে লেখেন, অ্যাডিলেডে রিস্ট স্পিনাররা কার্যকরী হতে পারবেন সেটা অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল। ফলে চাহালকে দলে না নেওয়া ভারতের প্রথম একাদশ বাছাইয়ের খামতিকেই স্পষ্ট করেছে। এটা সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে গেল।

ছুটির পক্ষে সওয়াল রায়নার

সুরেশ রায়নার কাছেও ভারতের এই পরাজয় হৃদয়বিদারক। তিনি টুইটে লেখেন, হৃদয়বিদারক হারের পরও ভারতীয় দলের সকলের পাশাপাশি ভারত আর্মির জন্য গর্বিত। যেভাবে তাঁরা সর্বস্ব উজাড় করে দিয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা ঘুরে দাঁড়াব। তবে তার আগে ভারতীয় ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি দেওয়া জরুরি।

রোহিতে অসন্তোষ জাদেজার

রোহিতে অসন্তোষ জাদেজার

তবে টি ২০ বিশ্বকাপের ব্যর্থতার পর রোহিত শর্মার নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ানোকে সমর্থন করছেন না অজয় জাদেজা। রোহিত নিজেও চেনা ছন্দে ছিলেন না বিশ্বকাপে। জাদেজা বলেছেন, আমার কথায় রোহিত আঘাত পেতে পারেন। যদি অধিনায়ক হিসেবে কোনও দলকে গড়ে তুলতে হয় তাহলে সারা বছর দলের সঙ্গে যুক্ত থাকতে হবে। রোহিত সারা বছরে কটা সিরিজ খেলেন? এখন এ কথা বলছি না। অনেক আগে থেকেই বলে আসছি। এমনকী নিউজিল্যান্ডে দলের কোচও যাচ্ছেন না। আমি মনে করি, দলে একজন অধিনায়কই থাকা উচিত। সাতজন থাকলে পরিস্থিতি জটিলই হবে।

মেলবোর্নের বৃষ্টিতে ধুয়ে যাবে টি ২০ বিশ্বকাপ ফাইনাল? ইংল্যান্ড-পাকিস্তান দ্বৈরথে জয়ী নির্ধারণ কোন পথে?মেলবোর্নের বৃষ্টিতে ধুয়ে যাবে টি ২০ বিশ্বকাপ ফাইনাল? ইংল্যান্ড-পাকিস্তান দ্বৈরথে জয়ী নির্ধারণ কোন পথে?

English summary
Former Cricketers Explained Reasons Behind India's Debacle In T20 World Cup. Harbhajan Wants Hardik As Captain And Nehra As Coach Of The T20I Squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X