For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধায়ক থেকে এবার মন্ত্রী মনোজ তিওয়ারি, ক্রীড়া ও যুবকল্যাণে লক্ষ্মীর স্থলাভিষিক্ত হচ্ছেন

Google Oneindia Bengali News

রাজনীতিতে যোগদানের পর থেকেই ক্রমাগত উত্থান মনোজ তিওয়ারির। শিবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়া। বিজেপি প্রার্থী ডা. রথীন চক্রবর্তী ৩২,৩৩৯ ভোটে পরাস্ত করার পুরস্কার হিসেবে এবার মন্ত্রিসভায় আসতে চলেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক। কাল সকালে রাজভবনে শপথ নিতে চলেছেন প্রতিমন্ত্রী হিসেবে।

লক্ষ্মীর স্থলাভিষিক্ত মনোজ

লক্ষ্মীর স্থলাভিষিক্ত মনোজ

বিধানসভা নির্বাচনের আগে রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করে মন্ত্রিত্ব ও হাওড়া জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে ইস্তফা দেন লক্ষ্মীরতন শুক্লা। এরপর মনোজ তিওয়ারি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। নির্বাচনে হাওড়ার শিবপুরে তাঁকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। শিবপুর আসন থেকেও বড় ব্যবধানে জয়লাভ করেছেন মনোজ। যে ৪৩ জন সকাল পৌনে ১১টায় শপথ নেবেন সেই ৪৩ জন মন্ত্রীর তালিকায় রয়েছে মনোজের নাম। লক্ষ্মীরতন শুক্লা ২০১৬ সালে বিধানসভা ভোটে জেতার পর ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী হন লক্ষ্মী। তাঁর ছেড়ে যাওয়া জায়গাতেই এবার বসতে চলেছেন মনোজ।

ক্রীড়ামন্ত্রী সম্ভবত অরূপই

ক্রীড়ামন্ত্রী সম্ভবত অরূপই

তৃতীয় মা-মাটি-মানুষ সরকারে ক্রীড়ামন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। বিশেষ করে, মদন মিত্র, অতীন ঘোষ, দেবাশিস কুমারের পাশাপাশি বিদেশ বসু জিতে আসায়। তবে যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ৯ জন প্রতিমন্ত্রীর তালিকা নবান্ন থেকে এদিন দেওয়া হয়েছে সেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন কিংবা অতীন বা দেবাশিসের নাম নেই। অতীন ও দেবাশিস দুজনেই ময়দানের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। মুখ্যমন্ত্রীর পছন্দের ফুটবলার বিদেশ বসুও মন্ত্রিত্ব পাচ্ছেন না। ২৪ জন পূর্ণমন্ত্রীর তালিকায় একটা বিষয় পরিষ্কার, ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী থাকছেন অরূপ বিশ্বাসই। লক্ষ্মীর মতোই তাঁর ডেপুটি হতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ। একইসঙ্গে বাংলার হয়ে মনোজকে আর ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে না সেটাও দিনের আলোর মতো পরিষ্কার।

বিধায়ক মনোজের অঙ্গীকার

বিধায়ক মনোজের অঙ্গীকার

বিধানসভায় বিধায়কদের শপথগ্রহণের প্রথম দিনেই শপথ নিয়েছেন মনোজ তিওয়ারি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শপথগ্রহণের ছবি পোস্ট করে মনোজ লিখেছিলেন, কিছু মুহূর্ত ছবির চেয়ে দামি। এই শপথের অঙ্গীকার, পাশে থাকার প্রতিজ্ঞা। এই শপথের অঙ্গীকার, আমার বাংলার ঐতিহ্য, ঐক্য, কৃষ্টিকে আগলে রাখার প্রতিজ্ঞা। জয় বাংলা।

কাজে নেমে পড়েছেন

কাজে নেমে পড়েছেন

বিধায়ক নির্বাচিত হওয়ার পরই তিনি বলেছিলেন, করোনার লড়াইয়ে নেমে পড়তে চান। এটা যে কথার কথা নয় তার প্রমাণও রেখেছেন মনোজ। শিবপুরে স্যানিটাইজেশনের কাজে হাত লাগিয়ে মনোজ শিবপুরবাসীর উদ্দেশে বলেছেন, আপনাদের সুরক্ষিত রাখাই আমার দায়িত্ব। ক্রিকেট মাঠেও যেমনটা করতাম, করোনার বিরুদ্ধে লড়াইতেও শিবপুর পরিবারের হয়ে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। খেলা সবে শুরু হয়েছে। এই খেলাতেও আমরা জয়ী হবো। আজ আন্তর্জাতিক মাতৃ দিবসে নিজের মা এবং স্ত্রী ও পুত্রের ছবি পোস্ট করেছেন মনোজ। এদিনই পেলেন মন্ত্রী হওয়ার সুখবর। তবে সেই সংক্রান্ত পোস্ট এখনও তিনি করেননি। লক্ষ্মীর মতোই মজবুত ইনিংস খেলতে বদ্ধপরিকর নিজের শেষ একদিনের আন্তর্জাতিকে শতরানকারী শিবপুরের নতুন বিধায়ক।

ছবি- মনোজ তিওয়ারির টুইটার

English summary
Ex India Cricketer Manoj Tiwari Will Take Oath Tomorrow. He May Replace Laxmi Ratan Shukla As The Minister Of State, Sports And Youth Affairs In West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X