For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিলামের আগে ২০২০ আইপিএল-র খুঁটিনাটি দেখে নেওয়া যাক

নিলামের আগে ২০২০ আইপিএল-র খুঁটিনাটি দেখে নেওয়া যাক

  • |
Google Oneindia Bengali News

১৯ ডিসেম্বর, ২০২০ আইপিএল-র নিলাম অনুষ্ঠিত হবে কলকাতায়। গত ৩০ নভেম্বর নিলামে ক্রিকেটারদের নাম নথিভূক্ত করার পদ্ধতিও শেষ হয়ে যায়। আইপিএলে অংশগ্রহণকারী আটটি দলে পরে থাকা ৭৩টি স্থান পূরণের জন্য ৯৭১ জন ক্রিকেটারের নাম জমা পড়েছে বলে জানানো হয়েছে। জেনে নেওয়া যাক সে সংক্রান্ত খুঁটিনাটি পরিসংখ্যান।

২০২০ আইপিএল নিলামের জন্য নথিভূক্ত হওয়া ক্রিকেটাদের সামগ্রিক পরিসংখ্যান

২০২০ আইপিএল নিলামের জন্য নথিভূক্ত হওয়া ক্রিকেটাদের সামগ্রিক পরিসংখ্যান

১) আইপিএল নিলামের জন্য নাম নথিভূক্ত হয়েছে ভারতীয় ক্রিকেট দলে খেলা ১৯ জন ক্রিকেটারের।

২) জাতীয় দলে সুযোগ না পাওয়া ৬৩৪ জন ভারতীয় ক্রিকেটার এই নিলামের নিজেদের নাম জমা দিয়েছেন।

৩) জাতীয় দলের হয়ে না খেললেও কমপক্ষে ১টি আইপিএল ম্যাচ খেলা ৬০ জন ভারতীয় ক্রিকেটার ২০২০ আইপিএল নিলামে নিজেদের নাম নথিভূক্ত করেছেন।

৪) বিভিন্ন দেশের ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করা ১৯৬ জন ক্রিকেটারের নাম এই নিলামে নথিভূক্ত হয়েছে।

৫) নিজ নিজ দেশের ক্রিকেট দলে সুযোগ না পাওয়া ৬০ জন বিদেশি ক্রিকেটারের নামও এই নিলামের জন্য নথিভূক্ত হয়েছে।

৬) সহযোগী দেশের তরফে ২ জন ক্রিকেটারের নাম জমা পড়েছে বলে আইপিএল কমিটি সূত্রে খবর।

কোন দেশের কত জন ক্রিকেটার

কোন দেশের কত জন ক্রিকেটার

অস্ট্রেলিয়া : ৫৫

দক্ষিণ আফ্রিকা : ৫৪

শ্রীলঙ্কা : ৩৯

ওয়েস্ট ইন্ডিজ : ৩৪

নিউজিল্যান্ড : ২৪

ইংল্যান্ড : ২২

আফগানিস্তান : ১৯

বাংলাদেশ : ৬

জিম্বাবোয়ে : ৩

নেদারল্যান্ডস : ১

মার্কিন যুক্তরাষ্ট্র : ১

নিলামে দর উঠবে এমন ক্রিকেটার, যাঁদের বেস প্রাইজ ১.৫ কোটি

নিলামে দর উঠবে এমন ক্রিকেটার, যাঁদের বেস প্রাইজ ১.৫ কোটি

রবীন উথাপ্পা, শন মার্শ, কেন রিচার্ডসন, ইয়ন মর্গ্যান, জেসন রয়, ক্রিস ওকস, ডেভিড উইলি, ক্রিস মরিস, কেইল অ্যাবট।

নিলামে দর উঠবে এমন ক্রিকেটার, যাঁদের বেস প্রাইজ ২ কোটি

নিলামে দর উঠবে এমন ক্রিকেটার, যাঁদের বেস প্রাইজ ২ কোটি

প্যাট কমিন্স, জোশ হ্যাজেলউড, ক্রিস লিন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেল স্টেইন, অ্যাঞ্জেলো ম্যাথিউস।

কোন দলের কাছে কত টাকার তহবিল

কোন দলের কাছে কত টাকার তহবিল

চেন্নাই সুপার কিংস : ১৪.৬০ কোটি টাকা

কলকাতা নাইট রাইডার্স : ৩৫.৬৫ কোটি টাকা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর : ২৭.৯০ কোটি টাকা

মুম্বই ইন্ডিয়ান্স : ১৩.০৫ কোটি টাকা

সানরাইজার্স হায়দরাবাদ : ১৭ কোটি টাকা

রাজস্থান রয়্যালস : ২৮.৯০ কোটি টাকা

কিংস ইলেভেন পাঞ্জাব : ৪২.৭০ কোটি টাকা

দিল্লি ক্যাপিটালস : ২৭.৮৫ কোটি টাকা

English summary
Everything we need to know about the IPL auction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X