For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জসপ্রীত বুমরার মতো হরভজন সিং-র হ্যাটট্রিকও এসেছিল রিভিউ-র মাধ্যমে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হ্যাটট্রিক করে প্রাক্তনী হরভজন সিং ও ইরফান পাঠানকে ছুঁয়ে ফেলেছেন জসপ্রীত বুমরা। মিস্ট্র ম্যানের বোলিং-র প্রশংসায় ক্রিকেট বিশ্ব।

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হ্যাটট্রিক করে প্রাক্তনী হরভজন সিং ও ইরফান পাঠানকে ছুঁয়ে ফেলেছেন জসপ্রীত বুমরা। মিস্ট্র ম্যানের বোলিং-র প্রশংসায় ক্রিকেট বিশ্ব। ঠিক সেই মুহূর্তেই নিজের হ্যাটট্রিকের স্মৃতি রোমন্থন করলেন ভারতীয় মধ্যে সর্বাগ্রে টেস্টে এই নজির গড়ার মালিক হরভজন সিং। কী বললেন তিনি জেনে নিন।

২০০১-র স্মৃতি

২০০১-র স্মৃতি

কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৫২ রানে ব্যাট করছিলেন অজিরা। ঠিক সেই সময় পড়ন্ত বিকেলে রিকি পন্টিং (৬), অ্যাডাম গিলক্রিস্ট (০) ও শেন ওয়ার্নের (০) উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন হরভজন সিং। প্রথম ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিক নেওয়ার নজির গড়েছিলেন ভাজ্জি।

রিভিউ নিয়ে হ্যাটট্রিক

রিভিউ নিয়ে হ্যাটট্রিক

তৃতীয় অর্থাৎ শেন ওয়ার্নের উইকেট নিয়ে দ্বিধায় ছিলেন আম্পায়াররা। হরভজন সিং-র বল তাঁর ব্যাটের নিচের অংশে লেগে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা শিবসুন্দর দাসের হাতে জমা পড়ে। বল উপরে ওঠার আগে মাটি ছুঁয়েছে কিনা জানার জন্য রিভিউ নেন আম্পায়াররা। পুরোপুরি নিশ্চিত হওয়ার পরেই শেন ওয়ার্নকে আউট দেওয়া হয়।

বুমরার ক্ষেত্রেও রিভিউ

বুমরার ক্ষেত্রেও রিভিউ

সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পরপর ড্যারেন ব্রাভো, শারমারহ ব্রুকস ও রস্টন চেজের উইকেট নেন ভারতের জসপ্রীত বুমরা। রস্টন চেজকে প্রথমে নট আউট দেন আম্পায়ার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেয় ভারতীয় দল। আউট হন চেজ। তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিকের মালিক হন বুমরা।

হরভজনের রোমন্থন

হরভজনের রোমন্থন

রিভিউ-র মাধ্যমে হ্যাটট্রিক নেওয়ার ক্ষেত্রে জসপ্রীত বুমরা ও তাঁর কৃতিত্ব প্রায় সমান সমান বলে মনে করেন হরভজন সিং। নিজের সেই স্মৃতি রোমন্থন করেছেন টার্বুনেটর।

English summary
Even Harbhajan Singh's hat-trick decision was sent up for 'review'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X