For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কাকে ছিটকে দিয়ে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড, বাটলারের নজিরের দিনেই সফলতম অধিনায়ক মর্গ্যান

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিজয়রথ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। শ্রীলঙ্কাকে ২৬ রানে হারিয়ে সুপার টুয়েলভের গ্রুপ ১ থেকে শেষ চারে জায়গা পাকা করে নিল ইয়ন মর্গ্যানের দল। জস বাটলারের দুরন্ত শতরান, নিয়ন্ত্রিত বোলিং, মর্গ্যানের অসাধারণ অধিনায়কত্বের পাশাপাশি ইংল্যান্ড শিবিরকে সবচেয়ে স্বস্তি দিল অধিনায়কের ব্যাট হাতে ফর্মে ফেরা। ৪৩টি ম্যাচে দলকে জিতিয়ে টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের সফলতম অধিনায়কের স্বীকৃতিও লাভ করলেন মর্গ্যান, টপকে গেলেন আসগর আফগানের আফগানিস্তান অধিনায়ক হিসেবে ৪২টি আন্তর্জাতিক ম্যাচে জয়ের রেকর্ড।

জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১৬৪ রান। প্রথম ওভারের তৃতীয় বলে পাথুম নিসঙ্কা রান আউট হলেও পাওয়ারপ্লে, প্রথম ১০ ওভার এমনকী ১০০ রান তোলার ক্ষেত্রেও ইংল্যান্ডকে পিছনে ফেলেছিল শ্রীলঙ্কা। ৩.৩ ওভারে চরিথ আসালঙ্কা ও ৫.১ ওভারে কুশল পেরেরা প্যাভিলিয়নে ফেরেন। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর যেখানে ছিল ৩ উইকেটে ৩৭, সেখানে একই সময় শ্রীলঙ্কার স্কোর ছিল ৩ উইকেটে ৪০। ইংল্যান্ডের ৫০ রান হয়েছিল ১০.১ ওভারে, শ্রীলঙ্কার ৭ ওভারে। ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ৪৭, শ্রীলঙ্কার ৪ উইকেটে ৬৬। ১৫তম ওভারে ইংল্যান্ডের ১০০ রান পূর্ণ হয়, শ্রীলঙ্কার লাগে ১৩.৩ ওভার। ঠিক এই সময়ই টাইমাল মিলস নিজের ওভার পুরো করতে না পেরে চোটের কারণে মাঠ ছাড়েন। ১০.৫ ওভারে ভানুকা রাজাপক্ষ আউট হলে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৭৬। সেখান থেকে দলকে দারুণভাবে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দাসুন শনকা ও ওয়ানিন্দু হাসারঙ্গা।

১৬.৫ ওভারে হাসারঙ্গা ২১ বলে ৩৪ করে লিয়াম লিভিংস্টোনের বলে আউট হন। তারপরও ইংল্যান্ড যখন কিছুটা চাপের মধ্যে তখনই শ্রীলঙ্কার অধিনায়ককে রান আউট করে দেন জস বাটলার, এটাকেই এই ম্যাচে তাঁর পছন্দের মুহূর্ত বলে উল্লেখ করেছেন ইংল্যান্ডের উইকেটকিপার। ২৫ বলে ২৬ রান করে দাসুন শনকা ফেরেন ১৭.২ ওভারে, শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৩০। ১২৯ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর ১৩৭ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। তখনও খেলা শেষ হতে বাকি ছিল ১ ওভার। মঈন আলি, আদিল রশিদ ও ক্রিস জর্ডন দুটি করে উইকেট নেন। অস্ট্রেলিয়া ম্যাচে বোলিং না করলেও ফের এদিন বোলিং ওপেন করেন মঈন। ক্রিস ওকস ও লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট পেয়েছেন।

শ্রীলঙ্কাকে ছিটকে দিয়ে টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ড

এর আগে, ১০ ওভারে তিন উইকেটে ৪৭ রান থেকে ২০ ওভারে ৪ উইকেটে ইংল্যান্ড ১৬৩ রান তুলেছিল জস বাটলারের ঝোড়ো অপরাজিত ১০১ রানের দৌলতে। ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই শতরানের নজির গড়লেন তিনি।

শ্রীলঙ্কাকে ছিটকে দিয়ে টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ড

এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট হল ৮, নেট রান রেট সবার চেয়ে বেশি (৩.১৮৩)। শ্রীলঙ্কার বিদায়ও একরকম নিশ্চিত হয়ে গেল। চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারে রয়েছে শনকার দল, নেট রান রেট মাইনাস (-) ০.৫৯০। ইংল্যান্ডের সুপার টুয়েলভে শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নভেম্বরের ৬ তারিখ। শ্রীলঙ্কা ৪ নভেম্বর শেষ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

English summary
Eoin Morgan-Led England Beat Sri Lanka By 26 Runs To Seal Their Place In T20 WC Semi Finals. England Have Won All The Four Matches Of Super 12 As Jos Buttler Named Player Of The Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X